Maharashtra Election 2019: এর আগে মুম্বইয়ের চিম্বুর থেকেও তিনি দলের প্রার্থী হয়েছিলেন দীপক নিকালজে।
পুণে: একদা গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গী ও পরে তার শত্রু হয়ে ওঠা কুখ্যাত গ্যাংস্টার অধুনা জেলবন্দি ছোটা রাজনের (Chhota Rajan) ভাই দীপক নিকালজে মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভা নির্বাচনে (Maharashtra Election 2019) প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র হয়ে নির্বাচনে লড়বেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ) শাসক বিজেপির জোটসঙ্গী। দীপক নিকালজে পশ্চিম মহারাষ্ট্রের ফল্টন বিধানসভা থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। বিজেপি, শিবসেনা ও অন্যান্য জোটসঙ্গীদের সঙ্গে তাঁর দলও বিধানসভায় নির্বাচনে লড়ছে। তাঁর দলকে দেওয়া হয়েছে মোট ছ'টি আসন। তারই একটি থেকে নির্বাচনে লড়ছেন ছোটা রাজনের ভাই।
আলিপুর আদালতে হাজির প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার
বুধবার রামদাস আটাওয়ালে তাঁর দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
দীপক নিকালজে বহু দিন ধরেই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ) দলে রয়েছেন। এর আগে মুম্বইয়ের চিম্বুর থেকেও তিনি দলের প্রার্থী হয়েছিলেন। যদিও জিততে পারেননি।
দলের এক বর্ষীয়ান নেতা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘এবার উনি ফল্টন থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন। উনি ওই অঞ্চলেরই বাসিন্দা। এবং তাঁর ওখানে ভাল নেটওয়ার্ক রয়েছে।''
রিপাবলিকান পার্টি আর যে পাঁচটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে সেগুলি হল সোলাপুর জেলার মালশিরাস, নান্দেদ জেলার ভান্ডারা ও নয়গাঁও, পার্বণী জেলার পাঠরি এবং মুম্বইয়ের মানখুরদ-শিবাজি নগর।
দেখুন ভিডিও