Read in English
This Article is From Oct 25, 2019

আদিত্য ঠাকরেই মহারাষ্ট্রের ‘সম্ভাব্য মুখ্যমন্ত্রী'! পোস্টারে ছয়লাপ মুম্বই শহর

পোস্টারে আদিত্য ঠাকরেকে ‘ভবিষ্যতের মুখ্যমন্ত্রী’ বলে অভিহিত করা হয়েছে। যা থেকে পরিষ্কার, শিবসেনা কর্মীরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ মসনদে দেখতে চায়।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

আদিত্য ঠাকরের এই পোস্টার দেখা গিয়েছে ওরলি কেন্দ্রে, যেখান থেকে তিনি জয়লাভ করেছেন।

মুম্বই:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Results 2019) বড় ব্যবধানে জিতেছেন শিবসেনার (Shiv Sena) আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। আর তার পরের দিন শুক্রবার, মুম্বইয়ে দেখা গেল পোস্টার। যে পোস্টারে তাঁকে ‘ভবিষ্যতের মুখ্যমন্ত্রী' বলে অভিহিত করা হয়েছে। যা থেকে পরিষ্কার, শিবসেনা কর্মীরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ মসনদে দেখতে চায়। তবে তাঁর উদ্ধব ঠাকরে এই ধরনের দাবিকে উড়িয়ে দিয়ে জানাচ্ছেন, আদিত্যর রাজনৈতিক কেরিয়ার সবে শুরু হয়েছে। ওরলি কেন্দ্র, যেখান থেকে জয়লাভ করেছেন তরুণ আদিত্য, সেখানেই এই পোস্টারগুলি দেখা গিয়েছে। সেখানে তাঁকে বর্ণনা করা হয়েছে ‘শিবসেনার তরুণ নেতা ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী' বলে। ২৯ বছরের আদিত্যকে ঘিরে এই জল্পনা শুরু হয় তাঁর বাবার এক উক্তিকে কেন্দ্র করে।

মহারাষ্ট্রের ফলাফল "শাসকদের কাছে সতর্কবাণী": বলল বিজেপির বন্ধু শিবসেনা

নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে সংবাদমাধ্যমের সামনে ‘৫০:৫০ ফর্মুলা' সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, পাঁচ বছরের মেয়াদের অর্ধেক সময় বিজেপি ও অর্ধেক সময় শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী করা হোক।

Advertisement

উদ্ধব ঠাকরে বলেন, ‘‘লোকসভা নির্বাচনের আগে অমিত ভাই (অমিত শাহ) আমার বাড়ি আসেন। এবং আমরা একসঙ্গে একটি ফর্মুলার ব্যাপারে সিদ্ধান্তে আসি। এবার সময় এসেছে সেই ফর্মুলা কার্যকর করার।''

"আমরা বিজেপিকে সমর্থন দেবো" বলল হরিয়ানার নির্দল প্রার্থীরা: ১০ টি তথ্য

Advertisement

বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে প্রায় ১৬০টি আসন জিতেছে। বিজেপি তাদের উপরে নির্ভর করছে, এটা বুঝতে পেরে শিবসেনা তাদের মুখপত্র ‘সামনা'-তে এ সম্পর্কে চাঁছাছোলা সম্পাদকীয় ও কার্টুন প্রকাশ করেছে।

ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘‘ফড়নবিশ বলেন, তিনি একজন শক্তিশালী কুস্তিগির। কিন্তু শরদ পাওয়ার নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করেছেন। মহারাষ্ট্র ক্ষমতার অহংকে গ্রহণ করে না। আমাদের পা সব সময়ই মাটিতে থাকবে।''

Advertisement

কোনও গুরুত্বপূর্ণ পদে তাঁকে দেখা যাবে কি না এ নিয়ে নীরব আদিত্য ঠাকরে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি মুখ্যমন্ত্রী হতে চান, নাকি উপ মুখ্যমন্ত্রী। আদিত্য থ্যাকারের সরস উত্তর, ‘‘কিছু এসে যাবে না আমি কী হব তা নিয়ে। আমি NDTV-র হয়ে ব্লগ লেখা বন্ধ করব না।''

Advertisement