Read in English
This Article is From Nov 23, 2019

পিছন থেকে ছুরি মেরেছেন অজিত পাওয়ার, মহারাষ্ট্রের প্রসঙ্গে বলল শিবসেনা

Maharashtra: শুক্রবারও শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট গঠনের জন্য বৈঠকে অংশ নেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার

Advertisement
অল ইন্ডিয়া Edited by

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার সাংবাদিক সম্মেলন করে নিজেদের বক্তব্য জানাবেন, বলেন সঞ্জয় রাউত

মুম্বই:

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মানুষকে পিছন থেকে ছুরি মেরেছে এনসিপির অজিত পাওয়ার, বলল শিবসেনা । শনিবার সকালেই মহারাষ্ট্রের নাটকীয় মোড়ের সাক্ষী হয় গোটা দেশ। সে রাজ্যের (Maharashtra) নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার (Ajit Pawar)। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, "শরদ পাওয়ারের এই ঘটনায় কিছু করার নেই। অজিত পাওয়ারই মহারাষ্ট্রের মানুষদের পিছন থেকে ছুরি মারলেন"। ওই শিবসেনা নেতা আরও বলেন, "অজিত পাওয়ার শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন, তবে গভীর রাত থেকে তাঁর মোবাইল ফোনটি হঠাৎই বন্ধ পাওয়া যাচ্ছে এবং এমনকি এনসিপি দলও জানে না হঠাৎ কী ঘটল"।

এদিকে বিজেপিকে মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে সাহায্য করার সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। "তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নয়", মহারাষ্ট্রের রাজনীতিতে এক আশ্চর্য মোড় ঘোরার পরে বলেন তিনি। শরদ পাওয়ার টুইট করেন, "মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি)  নয়। আমরা জানাচ্ছি যে আমরা তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করিনি বা সমর্থন করি না।" যদিও পুরো এনসিপির সমর্থনই দেবেন্দ্র ফড়নবিশ সরকারের পিছনে আছে বলে মনে করা হচ্ছে।

অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থন ব্যক্তিগত সিদ্ধান্ত, বললেন শরদ পাওয়ার

Advertisement

গোটা ঘটনায় বেবাক বনে যাওয়া শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, "আমি নিশ্চিত যে অজিত পাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে শরদ পাওয়ারের কোনও সম্পর্ক নেই। অজিত পাওয়ার যা করেছেন তার জন্যে ছত্রপতি শিবাজি এবং মহারাষ্ট্রের লোকেরা তাঁকে কখনই ক্ষমা করতে পারবেন না"।

তিনি আরও জানান যে,  শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার এক সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়ে নিজেদের বক্তব্য জানাবেন।

Advertisement

শুক্রবার রাতে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মিলিত বৈঠকের পরে শরদ পাওয়ার জানান যে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে একমত হয়েছেন সবাই।

শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Advertisement

অথচ শনিবার সকালে এক নাটকীয় মোড় আসে মহারাষ্ট্রের রাজনীতিতে, ভোর সাড়ে ৫ টায় সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বাতিল করা হয় এবং তার কিছুক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ।

যেভাবে বিজেপিকে সমর্থন জানিয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার সে প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন যে তাঁর অজিত পাওয়ারের দৈহিক ভাষা দেখে "সন্দেহজনক" মনে হয়েছিল।

Advertisement

শিবসেনা সাংসদ বলেন, "রাত ৯ টা পর্যন্ত এই মহাশয় (ব্যক্তি) আমাদের সঙঅগে বসে আলোচনায় অংশ নিচ্ছিলেন। তারপরই তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। কথা বলার সময় তিনি আমাদের চোখের দিকে তাকাচ্ছিলেন না, তখনই আমার সন্দেহ হচ্ছিল" ।

Advertisement