தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 27, 2019

মহারাষ্ট্রের বিধায়কদের শপথের আগে অজিত পাওয়ারকে স্বাগত জানাল জোট

Maharashtra Government: রাজ্যপালের নিয়োগ করা প্রোটেম স্পিকার বা অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ কালিদাস কোলামবকর শপথ অনুষ্ঠানের তদারকি করবেন

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Maharashtra: শিবসেনা-এনসিপি-কংগ্রেস একসঙ্গে রাজ্যে সরকার গঠন করবে

মুম্বই:

মহারাষ্ট্রের হাওয়া এবার বিজেপির অভিমুখ থেকে পুরোপুরি ঘুরে গিয়ে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের দিকে বইছে। মঙ্গলবার সন্ধেবেলাতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। তার আগেই যদিও উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এনসিসিপির অজিত পাওয়ার। আর তারপরেই নিশ্চিত হয়ে যায় রাজ্যে (Maharashtra) এবার আসতে চলেছে জোট সরকার। ফড়নবিশের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই নয়া সরকার (Maharashtra Government) গঠনের তোড়জোড় শুরু মহারাষ্ট্রে। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ডাকা একটি বিশেষ অধিবেশনে শপথ গ্রহণের জন্য ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছেছেন মহারাষ্ট্রের নবনির্বাচিত বিধায়করা (Maharashtra MLA)। সরকার গঠনের জন্যে রীতিমতো আইনি লড়াই করতে হয় জোটকে। দীর্ঘকালীন এই টানাপোড়েনের পর মঙ্গলবার সন্ধে থেকেই ফুরফুরে মেজাজে দেখা যায় জোটের জয়ী বিধায়কদের। তাঁদেরকে স্বাগত জানান এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ।

দেখে নিন মহারাষ্ট্রের রাজনৈতিক উত্থান-পতনের দশটি তথ্য:

মঙ্গলবার দ্রুত পালাবদলের পর রাজ্যপালের নিয়োগ করা প্রোটেম স্পিকার বা অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ কালিদাস কোলামবকর বুধবার শপথ অনুষ্ঠানের তদারকি করবেন এবং এনসিপি-কংগ্রেস-শিবসেনা জোটকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন।

Advertisement

নবনির্বাচিত বিধায়করা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একমাস পরেও শপথ নিতে পারেননি, মুখ্যমন্ত্রীত্ব নিয়ে কোন্দলের কারণে শিবসেনা-বিজেপি জোট সরকার গঠনে একমত হতে না পারায় তৈরি হয় অচলাবস্থা।

Maharashtra: মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

এরপরেই এনসিপি-কংগ্রেসের হাত ধরে জোট সরকার গড়ার প্রস্তুতি নিতে শুরু করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। অনেক আলাপ আলোচনার পর যখন ওই ৩ দলের জোট একমত হয় ঠিক সেইসময়ই সকলকে চমকে দিয়ে রাতারাতি সরকার গড়তে দেখা যায় বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে। তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি নেতা অজিত পাওয়ার।

“চুপি চুপি সরকার গড়তে দেখিনি”, মহারাষ্ট্র নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Advertisement

নবগঠিত মহা বিকাশ আঘাদি বা এমভিএ রাজ্যপালকে একটি চিঠি পাঠিয়ে তাঁদের কাছে ১৬৬ জন বিধায়কের সমর্থন আছে এমনটাই দাবি করেছে। জোট উদ্ধব ঠাকরেকেই নয়া মুখ্যমন্ত্রী করার বিষয়ে একমত হয়েছে।

জোটের নেতৃত্বের জন্য নির্বাচিত হওয়ার পরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, "আমি কখনই রাজ্য পরিচালনা করার স্বপ্ন দেখিনি। এর জন্যে আমি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি ও অন্যদের ধন্যবাদ জানাই ।"

সূত্র বলছে, অজিত পাওয়ার, যার রাতারাতি পরিবর্তন গত শনিবার সকালে বিজেপির অভ্যুত্থানকে সক্ষম করেছিল, তিনি এনসিপিতে ফিরে এসেছেন। মঙ্গলবার সন্ধেবেলা তিনি মুম্বইয়ে তার কাকা তথা এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎও করেছেন বলে জানা গেছে।

মহারাষ্ট্রে নয়া সরকার, গোটা দেশে আর কী হচ্ছে? জেনে নিন এই ভিডিও থেকে:

  .  
Advertisement