This Article is From Nov 30, 2019

‘‘ইতিহাসে কখনও হয়নি’’: আস্থা ভোটের আগে এমন জানিয়ে ওয়াক আউট করল বিজেপি

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘‘মহারাষ্ট্র বিধানসভার ইতিহাসে স্পিকার নির্বাচন না করে কখনও আস্থা ভোট হয়নি। এই সময়ে এত ভয় কেন?'' এরপর বিজেপি ওয়াক আউট করে।

Maharashtra trust vote: BJP led by Devendra Fadnavis walked out of the state assembly.

হাইলাইটস

  • মহারাষ্ট্র বিধানসভায় অস্থায়ী স্পিকার নির্বাচন ঘিরে বিক্ষোভ বিজেপির
  • এরপর বিজেপি ওয়াক আউট করে
  • অন্তর্বর্তী স্পিকার হয়েছিলেন বিজেপির কালিদাস কোলাম্বকার
মুম্বই:

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavi) নেতৃত্বে শনিবার মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকারের আস্থা ভোটের আগে এনসিপির দি‌লীপ ওয়ালসেকে অস্থায়ী স্পিকার ঘোষণা করার পরেই প্রতিবাদ করে বিজেপি। অন্তর্বর্তী স্পিকার বিজেপির কালিদাস কোলাম্বকারকে সরিয়ে দিলীপ ওয়ালসে স্পিকার হলেন। তবে রবিবার নির্বাচিত হবেন স্থায়ী স্পিকার।

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘‘মহারাষ্ট্র বিধানসভার ইতিহাসে স্পিকার নির্বাচন না করে কখনও আস্থা ভোট হয়নি। এই সময়ে এত ভয় কেন?'' এরপর বিজেপি ওয়াক আউট করে।

.