প্যানিক বাটন টিপলেই নিকটবর্তী থানায় খবর চলে যাবে।
মুম্বাই: মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এক অভিনব উপায় অবলম্বন করল মহারাষ্ট্র সরকার। জিপিএস লাগানো একটি বিশেষ ধরনের হার বাজারে আনল মহারাষ্ট্র সরকার। তার সঙ্গেই আনল একটি প্যানিক বাটন। বিপদে পড়লে যে বাটনে চাপ দিলে পুলিশের কাছে খবর পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। এই ঘোষণা আজ করলেন মহারাষ্ট্র উপ পুলিশমন্ত্রী (গ্রাম) দীপক কেসরকর। তিনি জানান এই বিশেষ ধরনের জিপিএস ও প্যানিক বাটন লাগানো হারটি পাওয়া যাবে ১০০০ টাকা বা তারও কমে। "এই ধরনের হার বহু পাশ্চাত্য দেশেও পাওয়া যায়।
পড়ুন ব্লগঃ ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা
আগামী এক মাসের মধ্যে প্রযুক্তিটি চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই টেন্ডার ডাকব আমরা", বলেন তিনি।
"অতীতের ভুলের জন্য আমাদের সরকারকে দোষ দেবেন না", দাউদ নিয়ে বললেন ইমরান
শিবসেনার বিধায়ক নীলম গোরে মহিলাদের সুরক্ষার জন্য প্রতিটি 'আশ্রমশালা'তে নিরাপত্তা কমিটি তৈরি করার আর্জি জানান। কংগ্রেস, এনসিপি এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের বিধায়করাও ওই প্রস্তাবে সায় দেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)