Read in English
This Article is From Nov 27, 2019

উদ্ধব ঠাকরের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মোদি-অমিত শাহকে? জেনে নিন সেনার জবাব

Maharashtra: মঙ্গলবার সন্ধ্যায় শিবসেনা-এনসিপি-কংগ্রেসের নেতাদের মধ্যে বৈঠকে স্থির হয় যে ৩ দলের জোট ও রাজ্য সরকারকে নেতৃত্ব দেবেন উদ্ধব ঠাকরে

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from Agencies)

Maharashtra: মুম্বইয়ের আইকনিক শিবাজি পার্কে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছে এনসিপি (ফাইল চিত্র)

নয়া দিল্লি:

বুধবারই মহারাষ্ট্রের ( Maharashtra) নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা প্রধান তথা শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের নেতৃত্বে থাকা উদ্ধব ঠাকরে। শিবসেনা (Shiv Sena) জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রধান অমিত শাহকে। মঙ্গলবার মহারাষ্ট্রে আস্থা ভোট করানোর বিষয়ে সুপ্রিম কোর্ট আদেশ দেওয়ার পরেই হাল ছেড়ে দেয় বিজেপি। প্রথমে উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এনসিপি নেতা অজিত পাওয়ার। আর তার কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে দেখা যায় দেবেন্দ্র ফড়নবিশকে। কেননা বিজেপি তথা ফড়নবিশ বুঝে গেছিলেন যে বুধবার আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হবেন না তাঁরা। এরপরেই শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস এবং এনসিপি মিলে একসঙ্গে মহারাষ্ট্রে সরকার গঠন করার বিষয়টি নিশ্চিত করে।

মঙ্গলবার সন্ধ্যায় শিবসেনা-এনসিপি-কংগ্রেসের নেতাদের মধ্যে বৈঠকে স্থির হয় যে ৩ দলের জোট ও রাজ্য সরকারকে নেতৃত্ব দেবেন উদ্ধব ঠাকরে। "মহারাষ্ট্রে সরকার গঠনের দাবিতে ওই তিন দলের প্রধান নেতারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন ... শপথ গ্রহণ অনুষ্ঠানটি ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে" এনসিপির নবাব মালিক প্রথমে একথা জানালেও পরে শপথ অনুষ্ঠানের তারিখটি পরিবর্তন করে ২৮ নভেম্বর করা হয়। এনসিপির পক্ষ থেকে নবাব মালিক জানিয়েছেন মুম্বইয়ের শিবাজি পার্কে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজিত হবে।

উপ মুখ্যমন্ত্রী পদ ছাড়ার আগে দেবেন্দ্র ফড়নবিশকে কী বলেছিলেন অজিত পাওয়ার?

Advertisement

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত - যিনি উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে তিন দলের মধ্যে জোটের আলোচনার অগ্রভাবে ছিলেন -তাঁকে এই প্রশ্ন করা হয় যে তাঁরা প্রধানমন্ত্রী মোদিকে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কিনা? উত্তরে তিনি বলেন, "হ্যাঁ আমরা সবাইকে আমন্ত্রণ জানাব, এমনকি আমরা অমিত শাহকেও আমন্ত্রণ জানাব।"

শনিবার যখন দেবেন্দ্র ফড়নবিশ সরকার গড়েন তখন অজিত পাওয়ার তাঁকে এই বলেই আশ্বস্ত করেন যে তাঁর কাকা তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ সমস্ত এনসিপি বিধায়কের সমর্থনই বিজেপি সরকারের পক্ষে আছেন, যাঁরা একটি "স্থিতিশীল" সরকারকে সমর্থন করবেন। কিন্তু বাস্তবে দেখা যায় শিবসেনা বিধায়করা জোটের পক্ষেই রয়েছেন। বরং তাঁরা অভিযোগ করেন যে অজিত পাওয়ারই তাঁদের বিভ্রান্ত করেছেন।

Advertisement

মহারাষ্ট্রের বিধায়কদের শপথের আগে অজিত পাওয়ারকে স্বাগত জানাল জোট

এরপরেই চুপিসাড়ে ফড়নবিশের সরকার গঠনের বিষয়টি সুপ্রিম কোর্টে  চ্যালেঞ্জ করে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট এবং তাঁরা অভিযোগ করে যে অনৈতিকভাবে ক্ষমতায় বসেছে বিজেপি সরকার।

Advertisement

সূত্রের খবর, অজিত পাওয়ারের আশ্বাসের ভিত্তিতেই বিজেপি আশা করেছিল যে আস্থা ভোটে ডাক আসার আগেই নিজেদের পক্ষে তাঁরা যথেষ্ট বিধায়ককে একজোট করতে সমর্থ হবে। কিন্তু দেখা যায়, সময় গড়ালেও অজিত পাওয়ারের হাত ধরে সেভাবে কোনও সমর্থন পাচ্ছে না দেবেন্দ্র ফড়নবিশের সরকার। ইতিমধ্যেই বুধবার আস্থা ভোট করানোর বিষয়ে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর তারপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ফড়নবিশ, উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ারও। 

মহারাষ্ট্রের খবরের পাশাপাশি দেশের অন্য খবরেও চোখ রাখুন:

  .  
Advertisement