This Article is From Jul 27, 2018

ভাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পুলিশের দাবি ঔরঙ্গাবাদের বাসিন্দা সন্তোষজানু চৌহানকে খুন করেছেন স্ত্রী জ্যোতি। আর এই কাজে জ্যোতিকে সাহায্য করেছেন ধর্মপ্রতাপ যাদব নামে এক ব্যক্তি

ভাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পুলিশ কমিশনার চিরঞ্জিব প্রসাদ জানিয়েছেন সোমবার সন্তোষের দেহ উদ্ধার হয়েছে 

ঔরঙ্গাবাদ:

মদ্যপ স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে! পুলিশের দাবি ঔরঙ্গাবাদের বাসিন্দা সন্তোষজানু চৌহানকে খুন করেছেন স্ত্রী জ্যোতি।

আর এই কাজে জ্যোতিকে সাহায্য করেছেন ধর্মপ্রতাপ যাদব নামে এক ব্যক্তি । তিনি সম্পর্কে জ্যোতির ভাই। পুলিশ জানিয়েছে বছর তেইশের জ্যোতির সঙ্গে ধর্মের প্রেমের সম্পর্ক ছিল।

তাছাড়া স্মামী সন্তোষ প্রতিদিন মদ খেয়ে অশান্তি করতেন। এই দুই কারণেই স্বামীকে খুন করেছেন স্ত্রী।  পুলিশ কমিশনার চিরঞ্জিব প্রসাদ জানিয়েছেন সোমবার সন্তোষের দেহ উদ্ধার হয়েছে।

   

.