This Article is From Dec 31, 2019

বর্ধিত মন্ত্রিসভাতে ঠাঁই নেই, বিক্ষুব্ধ একাধিক কংগ্রেস বিধায়ক: সূত্র

সেদিন  শপথবাক্য পাঠ করেন, উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে, এনসিপি নেতা অজিত পাওয়ার-সহ ৩৪ জন বিধায়ক

আদিত্য ঠাকরে আর অজিত পাওয়ারকে বর্ধিত মন্ত্রিসভায় নেওয়া হল

মুম্বই:

বর্ধিত মন্ত্রিসভাতেও ঠাঁই হয়নি। ফলে মহারাষ্ট্রের জোট সরকারের ওপর গোঁসা করেছেন কয়েকজন কংগ্রেস বিধায়ক। সেই তালিকায় আছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চহ্বানও। দলেরই একটা সূত্র মঙ্গলবার এনডিটিভিকে এমনটা জানিয়েছে। সোমবার রাজভবনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। সেদিন  শপথবাক্য পাঠ করেন, উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে, এনসিপি নেতা অজিত পাওয়ার-সহ ৩৪ জন বিধায়ক। এরপরেই, অভিমানের সুরে, তাঁরা বলেছেন, দলের বহুদিনের বিশ্বস্ত সৈনিকদের উপেক্ষা করা হয়েছে। মল্লিকার্জুন খার্গের কাছেও তাঁরা এব্যাপারে অভিযোগ করেছেন। এই তালিকায় পৃথ্বিরাজ চহ্বান-সহ আছেন নাসিম খান, প্রণীতি শিন্ডে, সংগ্রাম থোপতে, আমিন প্যাটেল এবং রোহিদাস পাটিল।

pk31jdto

সেদিন কংগ্রেস বিধায়কদের মধ্যে অশোক চহ্বান, দিলীপ পাটিল, ধনঞ্জয় মুণ্ডে, সুনীল কেদার আর কেসি পাদভি শপথ নিয়েছেন। তারপর থেকেই দলের অন্দরে একটা বিভাজন তৈরি হয়েছে। এমনকী, সোমবার ওই বিক্ষুব্ধ  বিধায়করা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে তাঁর বাসভবনে বৈঠকও করেন। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে আর কেসি বেণুগোপাল। এদিকে কেবল কংগ্রেস নয়, বিরোধ এনসিপির অন্দরেও। মন্ত্রিত্ব না পেয়েই নাকি সোমবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন সে দলের প্ৰকাশ সোলানকে। জানিয়েছে সে দলের একটি সূত্র। তবে, রাজনীতিতে তিনি 'ব্রাত্য', এমন দাবি এনসিপি'র শীর্ষ নেতৃত্বর কাছে করেছেন তিনি।  কিন্তু এই পদক্ষেপের সঙ্গে মন্ত্রিত্বের কোনো সম্পর্ক নেই, স্পষ্ট করেছেন ওই বিধায়ক। মঙ্গলবার বিধানসভায় এসে অধ্যক্ষর কাছে ইস্তফা জমা দেবেন বলেও সংবাদসংস্থা পিটিআইকে জানান তিনি।

( PTI  তথ্য সংযোজিত হয়েছে ) 

.