This Article is From Feb 20, 2020

Mahashivratri 2020: কখন শিবরাত্রি? কেন পালন করবেন এই উৎসব? মাহাত্ম্য কী?

উপোস করে, সারা রাত জেগে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে মহা শিবরাত্রি পালন ই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।

Advertisement
অফবিট

Mahashivratri 2020: 'শিবরাত্রি'তে নারী-পুরুষ নির্বিশেষে পুজো করেন

Highlights

  • ২১ ফেব্রুয়ারি শিবরাত্রি
  • হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি ফাল্গুন মাসে পালিত হয়
  • সবাই উপোস থেকে পুজো দেন মহাদেবের

সারা দেশে উদযাপিত হিন্দু উত্সবগুলির মধ্যে অন্যতম মহা শিবরাত্রি (Mahashivratri 2020)। এবছর ২১ ফেব্রুয়ারি, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই ব্রত উদযাপিত হবে। এই দিন ভক্তরা মন্দিরে শিব লিঙ্গকে বিভিন্ন রকমের দুধ, গঙ্গাজলে স্নান করিয়ে ফুল, ফল অর্ঘ্য হিসেবে দেবেন। কাশীর বিশ্বনাথ এবং সোমনাথের মন্দিরে দেশের সমস্ত জায়গা থেকে ভক্তদের ভিড় দেখা যায় প্রতিবছর। উপোস করে, সারা রাত জেগে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে মহা শিবরাত্রি পালন ই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।

Mahashivratri 2020: নিজেকে সাজাতে বেছে নিন ১০ ট্র্যাডিশনাল শাড়ি

2120 ফেব্রুয়ারি, শুক্রবার মহা শিবরাত্রি

রাতে পুজোর সময় - বেলা ১২:০৯ থেকে রাত ১:০০ পর্যন্ত

সময়কাল - ১ দিন ৫১ মিনিট

Advertisement

২২ ফেব্রুয়ারি, শিবরাত্রি পারোনার সময় - ৬:৫৪ মিনিট থেকে বিকেল ০৩:২৫ মিনিট পর্যন্ত

রাত্রি প্রথম প্রহর পুজোর সময় - বিকেল ৬:১৫ থেকে রাত ৯:২৫ মিনিট পর্যন্ত 

Advertisement

রাত্রী দ্বিতীয় প্রহর পুজোর সময় - রাত ৯:২৫ মিনিট থেকে রাত ১২:৩৪ মিনিট পর্যন্ত

রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময় - রাত ১২:৩৪ মিনিট থেকে পরের দিন ভোর ৩:৪৪ মিনিট পর্যন্ত

Advertisement

রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় - ভোর ৩:৪৪ মিনিট থেকে সকাল ৬:৫৪ মিনিট পর্যন্ত 

চতুর্দশী তিথি শুরু - ২১ ফেব্রুয়ারি,২০২০, বিকেল ৫:২০ মিনিটে

Advertisement

চতুর্দশী তিথি শেষ - ২২ ফেব্রুয়ারি, ২০২০, সন্ধে ৭:০২ মিনিটে

মহা শিবরাত্রির তাৎপর্য

মহা শিবরাত্রির সঙ্গে বহু গল্প জড়িত। অসংখ্য মানুষ বিশ্বাস করেন, দিনটি শিবের বিবাহের সমাপ্তি দিবস। মহা শিবরাত্রি সাথধারণত ফাল্গুন মাসের ১৩ বা ১৪ তম দিনে সাধারণত পালিত হয়। বহু ভক্ত সারা রাত জেগে শিবের পুজো করেন। বেশ কয়েকটি মন্দিরে শিবলিঙ্গকে প্রতি তিন ঘন্টা অন্তর পবিত্র স্নান করানো হয়।

Advertisement

শিবরাত্রির দিন ভক্তরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে, নতুন পোশাক পরে দুধ, ফল এবং বেল পাতা ও নৈবেদ্য নিয়ে মন্দিরে যান। শাস্ত্র অনুসারে ভগবান শিব বেলপাতা খুব পছন্দ করেন। কিছু ভক্ত শিব লিঙ্গকে দুধের পাশাপাশি মধু, দই, ঘি দিয়ে স্নান করিয়ে মিষ্টি দেন।

মহাশিবরাত্রি উপবাসের নিয়ম, পারনা করবেন কী দিয়ে

অনেক ভক্ত এদিন নির্জলা ব্রত করেন। উপোস না ভাঙা পর্যন্ত এক ফোঁটা জল বা খাবার গ্রহণ করেন না। তবে নির্জলা ব্রত সবার জন্য উপযোগী নয়। আপনি অসুস্থ, বৃদ্ধ বা গর্ভবতী হলে উপোস না করাই ভালো। বেশিরভাগ ভক্ত 'ফলার' করেন ব্রত শেষে। যেখানে তারা ফল এবং দুধ খান। কিছু লোক হালকা খাবার পছন্দ করেন।

উপোস করে সবাই পুজো দেন মহাদেবের

সারাদিন উপোসের পর আপনি ব্রত ভঙ্গ করুন মরশুমী ফল আঙুর, পেয়ারা, আপেল, কলা দিয়ে। কিংবা তালিকায় রাখুন ক্ষীর, শ্রীখণ্ড, হালুয়া, পুরি বা সাবুদানা ভেজানো। 

Advertisement