কেরলের অর্থমন্ত্রী থমাস বলেন, এই ছবিটির মাধ্যমে তিনি কেন্দ্রকে বার্তা দিতে চাইছেন।
হাইলাইটস
- মহাত্মা গান্ধির হত্যাদৃশ্যে মোড়া বাজেট নথির দেখা মিলল কেরলে
- কেরলের অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রকে বার্তা দিতেই এই ছবি।
- কংগ্রেস জানিয়েছে, বাজেটের নথিকে গান্ধিহত্যার দৃশ্যে মোড়া ঠিক হয়নি
তিরুবনন্তপুরম: শুক্রবার বিধানসভায় বাজেট বক্তৃতায় কেরলের (Kerala) অর্থমন্ত্রী থমাস আইজ্যাকের গলায় তীক্ষ্ণ রাজনৈতিক সুর। তিনি জানালেন, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে তাঁদের রাজ্য সর্বসম্মত ভাবে ঐক্যবদ্ধ। আরও তাৎপর্যপূর্ণ, তাঁর বাজেটের নথির মোড়কে মহাত্মা গান্ধির হত্যার দৃশ্য (Mahatma Gandhi's Assassination On Budget Cover)। থমাস বলেন, এই ছবিটির মাধ্যমে তিনি কেন্দ্রকে বার্তা দিতে চাইছেন। ‘ডেথ অফ গান্ধি' ছবিটির শিল্পি টম ভাট্টাকুঝি। থমাস জানান, ‘‘বার্তাটি হল, হ্যাঁ, আমরা মনে রেখেছি মহাত্মা গান্ধিকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিল হিন্দু উগ্রবাদী যাকে আজ শাসক ও কেন্দ্রীয় সরকার শ্রদ্ধা করে। আমরা বলতে চাই, আমরা মনে রাখব, মানুষ এটা ভুলবে না।''
আবারও রাহুল গান্ধির 'ডাণ্ডা' মন্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
কেরলের অর্থমন্ত্রী দাবি করেন, দেশ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে। তিনি বলেন, ‘‘যে ধরনের টেনশন তৈরি করছে কেন্দ্রীয় সরকার, তা আপনারা অস্বীকার করতে পারবেন না। ওদের কাছে জাতীয় নাগরিক পঞ্জি বৃহত্তম ও সবচেয়ে জরুরি সংস্কার। এটা বৈষম্যমূলক। দেশের মানুষকে ধর্মীয় দিক দিয়ে বিভক্ত করতে চাইছে। ফলে এটাই যথাযথ যে বাজেটের সূচনায় সেই সাম্প্রদায়িক চ্যালেঞ্জের কথা বলতে হবে যার সম্মুখীন হতে পারে কেরল।''
বিরল পদক্ষেপ, প্রধানমন্ত্রী মোদির ভাষণ থেকে মোছা হল শব্দ
তাঁর বাজেট বক্তৃতায় থমাস কেন্দ্রের সমালোচনা করেন কেরলের মতো রাজ্যে ‘অর্থনৈতিক ভাবে শ্বাসরোধী' পরিস্থিতি তৈরির জন্য। তিনি বলেন, ‘‘বাজেটে রাজ্যগুলির প্রত্যাশিত ভাগ ২৪,৯১৫ কোটি টাকা। কিন্তু যেহেতু আমরা বছরের মধ্যবর্তী স্থানে পৌঁছেছি, এর থেরে ৫,৩২৫ কোটি বাদ যাবে।''
তবে কংগ্রেসের মতে, বাজেটের নথিকে গান্ধিহত্যার দৃশ্যে মোড়া ঠিক হয়নি। তাদের মতে এটা যথাযথ নয়। বিরোধী নেতা রমেশ চেন্নিথালা বলেন, ‘‘আমার মতে এটা এড়িয়ে যাওয়া যেত। এটা ঠিক নয়।'' তবে তিনি মেনে নেন সাম্প্রদায়িক শক্তি ও আরএসএস-বিজেপির সঙ্গে কংগ্রেসও লড়ছে।
বাজেটের নথিতে গান্ধিহত্যার দৃশ্য রেকে কেরল সরকার সরাসরি বিজেপির বিরোধিতা প্রকাশ করেছে। গত নভেম্বরে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর নাথুরাম গডসকে ‘দেশভক্ত' বলে বিতর্কে জড়িয়েছিলেন।
কয়েক দিন আগেই মহাত্মা গান্ধিজির স্বাধীনতা সংগ্রামকে “মঞ্চস্থ নাটক” বলে কটাক্ষ করায় দলেরই সাংসদ অনন্তকুমার হেগড়েকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল বিজেপি। কিন্তু অনন্তকুমার জানান, তিনি এমন কোনও কথা বলেননি।