This Article is From Mar 19, 2019

ছাত্রীদের প্রেমের 'ফর্মুলা' শেখাতে গিয়ে বরখাস্ত গণিতের অধ্যাপক, দেখুন সেই ভিডিও

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসে বোর্ডের সামনে দাঁড়িয়ে বোর্ডে এই সমীকরণগুলো লিখে লিখে ছাত্রীদের বোঝাচ্ছেন ওই অধ্যাপক।

Advertisement
অল ইন্ডিয়া

ছাত্রীরা হাসছিল ওই সময়।

কারনাল, হরিয়ানা:

অঙ্কের পড়াতে এসে ভালোবাসার সমীকরণ শেখাতে গিয়েই বিপাকে পড়লেন হরিয়ানার কারনালের একটি মহিলা কলেজের গণিতের অধ্যাপক। অভিযোগ, ক্লাসে এসে তিনি ‘ভালোবাসার ফর্মুলা' বোঝাচ্ছিলেন ছাত্রীদের। তাঁর ওই ক্লাসে বসেই এক ছাত্রী নিজের ক্যামেরায় পুরোটা রেকর্ড করে নেয়। তারপর সেটি তুলে দেয় কলেজের অধ্যক্ষের হাতে। পরে চরণ সিংহ নামের ওই অধ্যাপক নিজের এই আচরণের জন্য লিখিতভাবে ক্ষমাও চান ছাত্রীদের কাছে। যদিও, তাতে তেমন চিড়ে ভেজেনি। বরখাস্ত করে দেওয়া হয় ওই অভিযুক্ত অধ্যাপককে। অপরদিকে, ওই ভিডিওটিও প্রবলভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চরণ সিংহ বলছেন “ঘনিষ্ঠতা-আকর্ষণ= বন্ধুত্ব। আবার ঘনিষ্ঠতা+আকর্ষণ= প্রেম এবং আকর্ষণ-ঘনিষ্ঠতা= ক্রাশ”।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসে বোর্ডের সামনে দাঁড়িয়ে বোর্ডে এই সমীকরণগুলো লিখে লিখে ছাত্রীদের বোঝাচ্ছেন ওই অধ্যাপক। তিনি এমনকি এই কথাও বোঝান যে, কীভাবে বয়স বাড়লে স্বামী ও স্ত্রী'র মধ্যে আকর্ষণ কমে যাওয়ার ফলে তাঁরা একে অপরের বন্ধু হয়ে ওঠেন।

তিনি যখন বোঝাচ্ছিলেন, তখন হাসছিল ছাত্রীরা।

Advertisement

ভিডিওটি দেখুন এখানে:

 

  .  

এইও সরকারি মহিলা কলেজটিতে ছ'মাসের বিশেষ ডেপুটেশনে পড়াতে এসেছিলেন তিনি।   

Advertisement
Advertisement