தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 03, 2019

বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় মূল অভিযুক্ত বজরং দলের স্থানীয় নেতা যগেশ রাজকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় মূল অভিযুক্ত যগেশ রাজকে গ্রেফতার করল পুলিশ
  • গত ৩০ দিন ধরে নিজেকে পুলিশে নাগালের বাইরে রেখেছিল সে
  • এবার বজরং দলের তরফে তাকে পুলিশের হাত্র তুলে দেওয়া হয়েছে

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় মূল অভিযুক্ত বজরং দলের স্থানীয় নেতা যগেশ রাজকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় সে- ই মূল অভিযুক্ত।

আইনি পরিভাষায় বিষয়টিকে অ্যাকিউজড নং ওয়ান বলা হয়ে থাকে। গত ৩০ দিন ধরে নিজেকে পুলিশে নাগালের বাইরে রেখেছিল সে।

আর এবারও বজরং দলের তরফে তাকে পুলিশের হাত্র তুলে দেওয়া হয়েছে। গত মাসের ৩ তারিখ বুলন্দশহরের রাস্তায় খুন হন পুলিশ আধিকারিক সুবোধ কুমার। সেই ঘটনাতেই মূল অভিযুক্ত যগেশ।

 সেদিন জঙ্গল  থেকে  গুরুর মৃতদেহ উদ্ধার হয়। এরপরই এলাকার  বাসিন্দাদের উত্তেজিত  করার অভিযোগ ওঠে  যগেশের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহকর্মীদের সঙ্গে  ঘটনাস্থলে যান সুবোধকুমার সিং। তখনই প্রায় চারশো জন মানুষ তাঁর দিকে  তেড়ে আসেন, ধেয়ে  আসে পাথর, তাতেই প্রাণ হারান তিনি। এই ঘটনায় বছর কুড়ির এক যুবকের মৃত্যু  হয়।এই  ঘটনায় কালুয়া নামে আরেক  ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা  হয়েছে। সেও সুবোধকে আক্রমণ করেছিল বলে  পুলিশের অনুমান। হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে পুলিশ আধিকারিকের আঙুল এবং মাথায় আঘাত করে কালুয়া। পরে  গুলি করা  হয় পুলিশ কর্মীকে।  তাকে কয়েকদিন আগেই গ্রেফতার করা  হয়েছে । একের পর এক আঘাত আসতে থাকায় প্রাণ  যায় পুলিশ ইন্সপেক্টরের।

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement