Majerhat Bridge collapse: এখন থেকে শহরে 20 চাকার ট্রাকও চলবে না বলে তিনি জানান।
কলকাতা: কলকাতা এবং তাঁর আশপাশে থাকা 20 টি সেতু দুর্বল বলে জালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি দ্রুত মেরামত করা হবে বলে তিনি জানান। মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার পর বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী সাত দিনের মধ্যে মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনায় রিপোর্ট জমা পড়বে। অন্যদিকে মাঝেরহাট এলাকায় মেট্রোর কাজ বন্ধ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান যতদিন না তদন্তের কাজ শেষ হচ্ছে ততদিন ওখানে মেট্রোর কাজ হবে না। গত নবছর ধরে মেট্রোর কাজ হচ্ছিল তাই সেটার প্রভাব পড়ে থাকতে পারে বলে তিনি জানান।
পাশাপাশি এখন থেকে শহরে 20 চাকার ট্রাকও চলবে না বলে তিনি জানান। এদিকে এই ব্রিজ ভাঙার ঘটনায় আহতদের দেখতে এদিন সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী।এর আগে কাল দার্জিলিং থেকে কলকাতায় ফিরে মাঝেরহাট ব্রিজের ভাঙা অংশ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে দার্জিলিং সফর শেষ না করেই ফিরে এসেছেন মমতা। সাংবাদিকদের তিনি জানান, আর ও বড় ঘটনা ঘটে পারত। কিন্তু কোনও ঘটনাকেই ছোট করে দেখা উচিত নয়। উচ্চ পর্যায়ের তদন্ত হবে। মৃত্যুর বিকল্প নেই। কিন্তু একজনের মৃত্যুর পর তাঁর বাড়ির বাকিদের বেঁচে থাকতে হয়। তাই মৃতের বাড়িতে চেক চলে গিয়েছে। এরপর আজ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।