This Article is From Sep 04, 2018

Kolkata Bridge Collapse: বিমান না থাকার জন্য কলকাতা ফিরতে পারছেন না মমতা

মাঝেরহাট ব্রিজ ভেঙে  যাওয়ার পর বর্তমানে সরকারি সফরে দার্জিলিঙে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি কলকাতায় ফিরতে চাইলেও তা সম্ভব হবে না।

Kolkata Bridge Collapse: বিমান না থাকার জন্য কলকাতা ফিরতে পারছেন না মমতা

বর্তমানে সরকারি সফরে দার্জিলিঙে রয়েছেন মমতা।

কলকাতা:

মাঝেরহাট ব্রিজ ভেঙে  যাওয়ার পর বর্তমানে সরকারি সফরে দার্জিলিঙে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি কলকাতায় ফিরতে চাইলেও তা সম্ভব হবে না। কারণ, ফেরার কোনও বিমান নেই। আজ বিকেলে দক্ষিণ কলকাতায় মাঝেরহাট ব্রিজের একটি অংশ ভেঙে পড়ল। বহু মানুষের ওই ব্রিজের তলায় চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গাড়ির তলায়ও চাপা পড়ে গিয়েছেন বহু মানুষ। ছ’জন আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। “আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উদ্ধারকারী দলের কাছ থেকে নিয়মিত খবর নিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছতে চাইছি আমরা। কিন্তু, সন্ধেবেলা একটি বিমানও নেই। আমরা তাই ফিরতে পারছি না আজ”, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

“ত্রাণ ও উদ্ধারকার্যে আমাদের দল কাজ করছে। এখন অন্য কোনওদিকে নজর না দিয়ে কেবল ওই কাজটিই করতে চাই আমরা। বাকি তদন্ত পরবর্তী সময় করা হবে”, বলেন মুখ্যমন্ত্রী।

উদ্ধারকার্যে হাত লাগিয়েছে দমকল বাহিনী, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

.