Majerhat Bridge collapse: সকলেই আশা করছেন পুজোর আগেই সমস্যা মিটে যাবে।
কলকাতা: মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়ার সমস্যায় পড়েছেন বেহালার পুজো কর্তারা। দুর্গাপুজোর আগে মাত্র মাসখানেক বাকি আছে। এরই মধ্যে ভেঙেছে ব্রিজ। আর তাতে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেহালা। সেখানে পৌঁছতে সমস্যা হচ্ছে বিস্তর। পুজো কমিটি গুলোর সমস্যা আরও বেশি। যাতায়াতের সমস্যার জন্য দর্শক সংখ্যা কম হলে পরের বছর স্পনসর পেতে সমস্যা হবে। এখন থেকেই অনেকে এমন আশঙ্কা করছে। সেটা হলে ছোট পুজোগুলিকে বাড়তি সমস্যায় পড়তে হবে। এমতাবস্থায় তারা চাইছে দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। অস্থায়ী কোনও ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেওয়ারও দাবিও জানিয়েছেন তাঁরা। বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচল না বাড়লে দর্শক সংখ্যা যে কমতে শুরু করবে সেটা ভালই বুঝতে পারছে ফোরাম অফ দুর্গোৎসব।
শহরের 350টি পুজো কমিটি নিয়ে গঠিত এই মঞ্চের মধ্যে আছে বেহালার খান তিরিশ পুজো কমিটি। ফোরামের তরফে পার্থ ঘোষ জানিয়েছেন,নিজেদের দাবির কথা তাঁরা এখনও সরকারকে জানাননি। তবে সেদিকটা খোলা রাখা হচ্ছে। অন্যদিকে গত কয়েক বছরের মধ্যে কলকাতার পুজো মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে এসবি পার্ক। পুজো কমিটির আধিকারিক অমিত ঘোষ জানিয়েছেন, "আমরা ধরেই নিয়েছি উত্তর এবং মধ্য কলকাতা থেকে সেভাবে দর্শক আসবেন না। তাই দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনার দর্শকদের আসার উপরেই আমাদের পুজোর সাফল্য নির্ভর করছে।"
প্রায় একই মত অন্য পুজো কমিটি গুলির। তবে সকলেই আশা করছেন পুজোর আগেই সমস্যা মিটে যাবে।