This Article is From Sep 06, 2018

Majerhat bridge collapse: মাঝেরহাট ব্রিজ থেকে উদ্ধার আরেকটি দেহ, মৃতের সংখ্যা বেড়ে হল 3

মাঝেরহাট ( majerhat bridge collapse ) ব্রিজের ধ্বংসাবশেষের তলা থেকে উদ্ধার করা হল আরও একটি দেহ।

Majerhat bridge collapse: মাঝেরহাট ব্রিজ থেকে উদ্ধার আরেকটি দেহ, মৃতের সংখ্যা বেড়ে হল 3

majerhat bridge collapse...ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। উদ্ধার আরও একটি মৃতদেহ।

কলকাতা:

মাঝেরহাট ব্রিজের ধ্বংসাবশেষের তলা থেকে উদ্ধার করা হল আরও একটি দেহ। গত মঙ্গলবার বিকেলে ভেঙে পড়েছিল ব্রিজটি। সেদিন উদ্ধার হয় একটি দেহ। গতকালও একটি দেহ উদ্ধার করা হয়েছিল। গতকাল সারারাত ধরে উদ্ধারকার্য চলার পর আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ উদ্ধার করা আরও একটি দেহ। মৃতের সংখ্যা বেড়ে হল 3। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌতম মন্ডল। তিনি ভেঙে পড়া বিশাল চাঙড়গুলির তলায় চাপা পড়ে গিয়েছিলেন। পুলিশের সন্দেহ, মঙ্গলবার বিকেল থেকে যে দুজন শ্রমিক নিখোঁজ ছিলেন, তিনি তাঁদের মধ্যেই একজন। বুধবার দিন আরেকজনের দেহ উদ্ধার করেছিল উদ্ধারকারী দল। তাঁর নাম প্রণব দে।

এই দুই মৃত ব্যক্তিই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।

“উদ্ধারকার্য শেষ হয়ে গিয়েছে”, বললেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর এক কর্তা।

অন্তত 19 জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। যদিও তাঁদের মধ্যে অধিকাংশ ব্যক্তিকেই ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত ব্যক্তিদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতরা মাথাপিছু ক্ষতিপূরণ পাবেন এক লক্ষ টাকা করে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে বুধবার যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে থাকবে রাজ্যের মুখ্যসচিব মলয় দে।

মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় মৃত সৌমেন বাগের পরিবারের কাছে ইতিমধ্যেই ক্ষতিপূরণের চেক পৌঁছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার পিডব্লিউডি ও কেএমডিএ’র কর্তাদের সঙ্গে বৈঠক করে ব্রিজের বিস্তারিত খতিয়ান নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.