সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন ।
হাইলাইটস
- বাসিন্দাদের নামিয়ে আনা সম্ভব হলেও বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে
- ধীরে ধীরে দমকলের মোট ১৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়
- বাজার এলাকায় আগুন লাগায় সমস্যা পড়েছেন দমকল কর্মীরা
কলকাতা: ফের ভয়াবহ আগুনের সাক্ষী থাকল রাতের কলকাতা। গড়িয়াহাটের একটি পুরনো বহুতলে শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে । বাড়িটির বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে। এই বাড়ির নীচেই ছিল কলকাতার একটি বিখ্যাত কাপড়ের দোকান। সেটিও পুড়ে গিয়েছে। উপরের আবাসনের বাসিন্দাদের নামিয়ে আনা সম্ভব হলেও বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান কাপড়ের দোকানেই প্রথজ আগুন লাগে। পরে তা উপর দিকে উঠতে থাকে। ধীরে ধীরে দমকলের মোট ১৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। সকালের দিকে আগুনের তীব্রতা কমে এলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।
পুরনো বাড়িতে আগুন লাগলে সেটি ভেঙে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। আর তাই দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এখানেও সেটাই চেষ্টা করা হচ্ছে। তবে ইতিমধ্যেই বহুতলের কয়েকটি অংশে ফাটল দেখা গিয়েছে । সেগুলি এই আগুনের কারণে হয়েছে না আগে থেকেই ছিল তা অবশ্য স্পষ্ট হয়নি। বাজার এলাকায় আগুন লাগায় সমস্যা পড়েছেন দমকল কর্মীরা। তাছাড়া বাড়িটির আশপাশে অসংখ্য বড় বড় কাট আউট থাকায় স্কাই ল্যাডার ব্যবহার করতেও সমস্যা হচ্ছে। দমকলের ডিজি জানান বাড়িতে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না।
এই আবাসনেই থাকেন মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার এবং অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। আগুন লাগার ঘটনা নিজেই ফেসবুকে জানান অভিনেত্রী।
কয়েক মাস আগে মধ্য কলকাতার বাগরি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল। সেখানেও শনিবার গভীর রাতে বাজারের মধ্যে থাকা একটি বাড়িতে আগুন লাগে। ঘটনায় কেউ আহত না হলেও বেশ কয়েক কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। শেষমেশ প্রায় ৭২ ঘণ্টা বাদে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)