This Article is From Jun 25, 2018

বিশ্ব ভিটিলিগো দিবস উপলক্ষ্যে সচেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিলেন মুখ্যমন্ত্রী

গোটা বিশ্বজুড়ে 25শে জুন বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয়।  যার মূল লক্ষ্য সেই ত্বক রোগ সম্পর্কে গোটা দুনিয়া জুড়ে সচেতনতা সৃষ্টি করা। 

বিশ্ব ভিটিলিগো দিবস উপলক্ষ্যে সচেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিলেন মুখ্যমন্ত্রী

বিশ্ব ভিটিলিগো দিবস: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইটারের টুইট করেন

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইটারের মাধ্যমে বিশ্ব ভিটিলিগো দিবস সম্পর্কে সাধারণ মানুষকে একজোট হওয়ার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানালেন। এটা একটা এমন রোগ যেখানে মানুষ নিজের চামড়া নিজের রঙ্গক কোষ হারিয়ে ফেলে।

তিনি আজ টুইট করে জানিয়েছেন, " আমাদের ভিটিলিগো রোগ নিয়ে আরো সচেতন হতে হবে।  এবং সকলকে একজোট হয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে, এই রোগের মানুষদের কোনোভাবে বৈষম্যের শিকার যেন না হতে হয়।  বিশ্ব ভিটিলিগো দিবসে আমাদের গোটা দুনিয়া জুড়ে এই সচেতনাই গড়ে তুলতে হবে"

গোটা বিশ্বজুড়ে 25শে জুন বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয়।  যার মূল লক্ষ্য সেই ত্বক রোগ সম্পর্কে গোটা দুনিয়া জুড়ে সচেতনতা সৃষ্টি করা। 

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.