This Article is From Nov 19, 2018

বিশ্ব শৌচালয় দিবসে উন্মুক্ত শৌচালয় দূরীকরণের পক্ষে সওয়াল করলেন মমতা

এই  নির্মলা  বাংলা প্রকল্পের মাধ্যমে  নাগরিকদের সচেতন করার কাজ শুরু করেছে রাজ্য। জল দূষণ থেকে  শুরুর করে বায়ু দূষণ- সবেরই বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়ার জন্য এই প্রকল্প শুরু  করেছে নবান্ন

বিশ্ব শৌচালয় দিবসে উন্মুক্ত শৌচালয় দূরীকরণের  পক্ষে সওয়াল করলেন মমতা

 বিশ্ব টয়লেট  দিবসে সেই নির্মল বাংলা  প্রকল্পের সুফল  তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

হাইলাইটস

  • উন্মুক্ত শৌচালয় দূরীকরণের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী
  • তিনি জানালেন ১১টি জেলা উন্মুক্ত শৌচাগারের সমস্যা থেকে বেরিয়ে এসেছে
  • নির্মল বাংলা নামে একটি প্রকল্প শুরু করেছে রাজ্য প্রশাসন
কলকাতা:

বিশ্ব শৌচালয় দিবসে উন্মুক্ত শৌচালয় দূরীকরণের  পক্ষে সওয়াল করলেন  মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন রাজ্যের ১১টি জেলা উন্মুক্ত শৌচাগারের সমস্যা  থেকে বেরিয়ে এসেছে। উন্মুক্ত শৌচালয়ের সঙ্গে লড়াই করতে  কেন্দ্র  এবং রাজ্য উভয় সরকারই  চেষ্টা করে চলেছে।  তৈরি হয়েছে সিনেমাও। তাছাড়া জন সচেতনতার বৃদ্ধির কাজ করে চলেছে অন্য মাধ্যমও। প্রতিনিয়ত বদলাতে থাকা আবহাওয়ার মধ্যে  পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে  উন্মুক্ত শৌচাগারের সমস্যা থেকে মুক্ত হওয়া  সবদিক থেকেই গুরুত্বপূর্ণ বলে  মনে  করা হচ্ছে। সেই কাজটাই শুরু হয়েছে। ক্ষমতায় এসেই স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে কেন্দ্র। একই ভাবে নির্মল বাংলা নামে  একটি প্রকল্প শুরু করেছে রাজ্য প্রশাসনও।

 বিশ্ব টয়লেট  দিবসে সেই নির্মল বাংলা  প্রকল্পের সুফল  তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন চলতি বছরের মে মাস পর্যন্ত ১১ টি জেলার ৩৩ হাজার  ২৬১টি গ্রাম এবং ২ হাজার ৬২১ টি গ্রাম এবং ২৫৫ টি  ব্লকের কোনও জায়গায় উন্মুক্ত শৌচালয় নেই।

এই  নির্মলা  বাংলা প্রকল্পের মাধ্যমে  নাগরিকদের সচেতন করার কাজ শুরু করেছে রাজ্য। জল দূষণ থেকে  শুরুর করে বায়ু দূষণ- সবেরই বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়ার জন্য এই প্রকল্প শুরু  করেছে নবান্ন। স্কুল থেকে শুরু করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে  শৌচাগার তৈরির কাজও হচ্ছে নির্মল বাংলা প্রকল্প।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.