This Article is From Jul 11, 2018

জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনায় জোর মমতার

বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  

জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনায় জোর মমতার

পরিবার পরিকল্পনা মানবাধিকার

কলকাতা:

বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  রাষ্ট্রসঙ্ঘ প্রতি বছর এই দিনটিকে জনসংখ্যা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহার করে।  এবারের থিম ' পরিবার পরিকল্পনা মানবাধিকার'।  সেই থিমের সঙ্গে মিল রেখেই বুধবার সকালে টুইট করেন মমতা। টুইট তিনি লেখেন, ' রাষ্ট্রসঙ্ঘ পরিবার কল্পনাকে মানবাধিকার বলেছে। আমাদের উচিত জনসংখ্যা সংক্রান্ত গুরুতর বিষয় গুলি নিয়ে সচেতন হওয়া। '
জনসংখ্যার বিস্ফোরণ আধুনিক বিশ্বের একটা বড় সমস্যা।  ভারতের মতো দেশে এর প্রকোপ অনেক বেশি।  কয়েকদিন আগে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে  এসেছিল।  সেখানে বলা হয়েছে, আগামী কয়েক বছররে মধ্যে জনসংখ্যা  চিনকেও পেছনে ফেলবে ভারত। এই পরিস্থিতি জনসংখ্যা নিয়িন্ত্রণ খুবই জরুরি বিষয়।  আর সেখানেই পরিবার পরিকল্পনার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী             



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.