This Article is From Oct 04, 2018

উৎসবের মরসুমে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, আশঙ্কা মমতার, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

উৎসবের মরসুমে কেউ বা কারা অশান্তি পাকাতে চাইছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবের মরসুমে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, আশঙ্কা মমতার, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুখ্যমন্ত্রী যখন এই  মন্তব্য করছেন তাঁর ঠিক একদিন আগে নাগেরবাজারে বিস্ফোরণ হয়েছে।

হাইলাইটস

  • উৎসবের মরসুমে অশান্তি র আশঙ্কা মুখ্যমন্ত্রীর
  • পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিলেন মমতা
  • বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
কলকাতা:

উৎসবের মরসুমে কেউ বা কারা অশান্তি পাকাতে চাইছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই রাজ্যের বিভিন্ন  জায়গায় পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিলেন মমতা। উত্তরবঙ্গ সফরে গিয়ে বুধবার একথা বলেন মমতা।

পথ দুর্ঘটনায় সোনিকার মৃত্যু, বিক্রম কি অভিযোগ মুক্ত হবেন?

জলপাইগুড়িতে একটি পর্যটন কেন্দ্রের উদ্বোধন করে মমতা বলেন, ‘ কিছু মানুষ রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। তারা চায় উৎসবের মরসুম বিষাদময়  হয়ে উঠুক। তাই সমস্ত পুলিশ কমিশনারের কর্তাদের বলছি নাকা চেকিং শুরু করুন।  দেখবেন নজরদারিতে যেন কোনও ফাঁক না থাকে। একটি থানা এলাকায়  আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রাখার দায় ওসির। তাঁদের সেই কাজ ভালভাবে করতে হবে।’

 সারদা কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান

মুখ্যমন্ত্রী যখন এই  মন্তব্য করছেন তাঁর ঠিক একদিন আগে নাগেরবাজারে বিস্ফোরণ হয়েছে। সেই ঘটনার পর শাসক তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ  তুলেছেন। স্থানীয় পুরসভার চেয়ারম্যান অভিযোগ করেন তাঁকে খুন করতেই হামলা চালানো হয়।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এর আগে মুখ্যমন্ত্রী ইউরোপ সফরে থাকার সময় ইসলামপুরের অশান্তিতে প্রাণ যায় দুই ছাত্রের। সেই ঘটনার পরও মমতার মনে হয়েছিল অশান্তি বাধাতে চক্তান্ত করা হয়েছে। তাঁর অভিযোগ এমন কাজ করেছে বিজেপি,আরএসএস। এবার আবারও গোলমাল পাকানো হতে পারে বলে  আশঙ্কা প্রকাশ করলেন মমতা।                                   

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.