রাজ্যের সঙ্গে বৈমাত্র-সুলভ আচরণের জন্য কেন্দ্রকে দুষলেন মমতা। (ছবি প্রতীকী)
সুন্দরবন: শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, বহু কেন্দ্রীয় প্রকল্পের জন্য বিজেপি সরকার রাজ্যকে ঠিকভাবে টাকা দিচ্ছে না। তাঁর দাবি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের আওতায় থাকা ২,৫০০ কোটি টাকা প্রাপ্য পশ্চিমবঙ্গের। যা, কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না। কেন্দ্র পশ্চিমবঙ্গের প্রতি 'বৈমাত্র-সুলভ আচরণ' করছে বলে অভিযোগ তুলে মমতা বলেন, বহু মানুষ এখনও এই প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও তাঁদের প্রাপ্য অর্থ পাননি। তাঁর অন্যতম প্রধান কারণ হল, অনেক জায়গায় ব্যাঙ্কের শাখাই নেই।
"এই প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও বেশ কিছু মানুষ তাঁদের প্রাপ্য অর্থ পাননি। তার কারণ, কেন্দ্র অর্থ দেয়নি। কেন্দ্র যেন মনে রাখে, এটা ওদের অর্থ নয়। এই অর্থ আমাদের দেশের সাধারণ মানুষের", বলেন মমতা।
সুন্দরবনে একটি সভায় গিয়ে মমতা বলেন, "মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এই প্রকল্পের আওতায় এখনও ২,৫০০ কোটি টাকা প্রাপ্য রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের। আমরা নিজেদের ভাঁড়ার থেকেই মানুষের হাতে এই অর্থ তুলে দেব বলে ঠিক করেছি"।
তিনি আরও বলেন, "বাংলার বহু অঞ্চলের মানুষ এই প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও অর্থ হাতে পাচ্ছেন না। তার কারণ, তাঁরা যে অঞ্চলে বসবাস করেন, সেই অঞ্চলগুলিতে স্বাধীনতার এত বছর পরেও কোনও ব্যাঙ্ক নেই"।