কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী নিজের টুইটারে জানিয়েছেন, “শ্রী কুমার জি'র আকস্মিক মৃত্যুতে শোকাহত আমি। ছয়বারের এমপি ও কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীর মৃত্যুতে তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”
কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার রবিবার গভীর রাতে বেঙ্গালুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক মাস ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর। অনন্ত কুমার মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে চিকিৎসার পর সম্প্রতি বেঙ্গলুরুতে ফিরে এসেছিলেন।
অন্যদিকে অনন্ত কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অধীর চৌধুরীও। তিনি বলেন, “ মন্ত্রী অনন্ত কুমারের মৃত্যুতে আমি মর্মাহত। তিনি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই কিন্তু দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে আন্তরিক ও ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। খুবই খারাপ লাগছে আজ। তাঁর স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল”।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)