Read in English
This Article is From Jul 27, 2018

"আধার কার্ড কি দেশে জঙ্গিহানা কমিয়েছে", মমতার আক্রমণ কেন্দ্রকে

গতকাল তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন আধার কার্ড করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাতে কি দেশে জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো সম্ভব হচ্ছে?

Advertisement
অল ইন্ডিয়া Translated By

নিজেদের ব্যক্তিগত তথ্য আধারের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াটি ‘ভয়ঙ্কর’ হয়ে উঠতে পারে, বলেছিলেন মমতা

কলকাতা:

আধার নিয়ে মমতার তোপ দাগা অব্যাহত। গতকাল তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন আধার কার্ড করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাতে কি দেশে জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো সম্ভব হচ্ছে?

“”ওরা (কেন্দ্র) সমস্ত কিছুর জন্যই আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে। কিন্তু তাদের এই সিদ্ধান্তের ফলে কি দেশে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ একফোঁটাও কমানো গিয়েছে?” বলেন তিনি।

আধার কার্ড বাধ্য়তামূলক করার সিদ্ধান্তের সমালোচনা প্রথম থেকেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও বলেছিলেন, দেশের নাগরিক ও সমাজের প্রতিটি অংশের কাছেই নিজেদের ব্যক্তিগত তথ্য আধারের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াটি ‘ভয়ঙ্কর’ হয়ে উঠতে পারে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement