This Article is From Dec 11, 2019

আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, বললেন “বাংলা বিনিয়োগের উপযুক্ত জায়গা”

তিনি বলেন, বাম আমলে অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল রাজ্য, পাশাপাশি জানান, তাঁর আমলে জিডিপির হার ভাল

আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, বললেন “বাংলা বিনিয়োগের উপযুক্ত জায়গা”

মুখ্যমন্ত্রী বললেন বিনিয়োগের আদর্শ গন্তব্য পশ্চিমবঙ্গ

কলকাতা:

অর্থনৈতিক মন্দা (Economic Slowdown) নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবং বললেন বিনিয়োগের আদর্শ গন্তব্য পশ্চিমবঙ্গ। দিঘায় বেঙ্গল কনক্লেভে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের রাজি করানোর চেষ্টা করছেন তিনি, রাজ্যকে আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  মুখ্যমন্ত্রী বলেন, “এই সময়ে অর্থনৈতিক পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ...আমাদের দেশের পরিস্থিতি দেখুন। শিল্প এবং বিদেশী বিনিয়োগের হার ভারতে নিম্ন। বেকারত্বের হারও বেড়েছে”। তিনি বলেন, বাম আমলে অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল রাজ্য, পাশাপাশি জানান, তাঁর আমলে জিডিপির হার ভাল।

মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে দারিদ্র কমেছে রাজ্যে।   

ব্যবসায়ীদের সম্মেলনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “দেশের অ্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে দারিদ্র কমেছে। ৬ শতাংশে রয়েছে...এর অর্থ আমরা কাজ করছি”।

.