This Article is From Jan 25, 2019

ভোট দিন, গণতান্ত্রিক অধিকার ভালোভাবে প্রয়োগ করুন, নতুন ভোটারদের উদ্দেশে বললেন মমতা

শুক্রবার জাতীয় ভোটার দিবস। এই দিনটির গুরুত্ব এবং দিনটির সঙ্গে জড়িয়ে থাকা আনুষঙ্গিক কয়েকটি বিষয় নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট দিন, গণতান্ত্রিক অধিকার ভালোভাবে প্রয়োগ করুন, নতুন ভোটারদের উদ্দেশে বললেন মমতা
কলকাতা:

শুক্রবার জাতীয় ভোটার দিবস। এই দিনটির গুরুত্ব এবং দিনটির সঙ্গে জড়িয়ে থাকা আনুষঙ্গিক কয়েকটি বিষয় নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোট দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার। যার প্রয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ জেনে নিয়ে নির্দ্বিধায় এবং পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দেশের যুবসমাজের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। তিনি টুইটারে লেখেন, নিজের ভোটটি নিজে দিন। নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। এইভাবেই আমাদের দেশটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরিণত হয়েছে। “আগামী লোকসভা নির্বাচনে যুবসমাজের ভোটাররা কীভাবে তাঁদের গণতান্তিক অধিকার প্রয়োগ করবেন, তার ওপর নির্ভর করছে অনেক কিছু”, লেখেন তিনি।

Republic Day 2019: এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কয়েকটি তথ্য যা আপনাকে জানতেই হবে

১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা হয়। এই দিনটিকেই তাই জাতীয় ভোটার দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রতি বছর রাজধানীতে রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বিশেষ দিনটি মহা সমারোহে পালিত হয়।  

.