This Article is From Jul 04, 2019

ইস্কনের কলকাতা রথযাত্রার উদ্বোধন করলেন মমতা, সকলকে জানালেন শুভেচ্ছা

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্ম মানে সর্বজনীন। পৃথিবীর সব মানুষকে যে ভালবেসে গ্রহণ করে সেটাই আসল ধর্ম। সেটাই মানব ধর্ম। সেই ধর্মের জয় হোক।’’

হাইলাইটস

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ইস্কনের রথযাত্রার।
  • সকলের মঙ্গল কামনা করেন তিনি
  • কলকাতা রথযাত্রার উদ্বোধন করে মাহেশের রথযাত্রায় যাবেন মমতা
কলকাতা:

৪৮ বছরে পা দিল ইস্কন (ISKON) পরিচালিত কলকাতা রথযাত্রা (Rath Yatra)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্য বছরের মতো এবারও অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন অ্যালবার্ট রোডে ইস্কনের সদর দফতর থেকে রথযাত্রা শুরু হয়ে শরৎ বসু রোড, হাজরা রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ময়দানে পৌঁছয়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। কলকাতা রথযাত্রার উদ্বোধন করে মমতা মাহেশের রথযাত্রায় যোগ দিতে সেখানে যাবেন। এদিন রথযাত্রার উদ্বোধন করতে এসে ইস্কন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি প্রতিবারই আসি। আমি কৃতজ্ঞ ওঁরা আমাকে ডাকেন।'' তিনি জানান, এরপর তিনি মাহেশের রথযাত্রাতেও যোগ দেবেন।

রথযাত্রার দিনেই হামলা চালাবে হুসেন শাহ! নিমাই কি পারবে নিজেকে রক্ষা করতে?

তিনি বলেন, ‘‘রথযাত্রার পুণ্য পবিত্র দিনে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। জগতের পিতা জগন্নাথ সকলকে ভাল রাখুন। আমাদের এক দিকে মা কালী, অন্য দিকে জয় জগন্নাথ। মায়ের পুজোর সঙ্গে জগন্নাথের পুজোরও একটা সম্পর্ক আছে।''

তিনি আরও বলেন, ‘‘ইস্কন খুব আন্তরিকতার সঙ্গে শহরে এই অনুষ্ঠান করে।''

এরই পাশাপাশি তিনি জানান, মায়াপুরে ইস্কনের যে ৭০০ একর জমি সেখানে একটা তীর্থনগরী গড়ে তোলার পরিকল্পনা সরকারের সাহায্যে বাস্তবায়িত করা হচ্ছে।

এই ইস্কন টাউনের জন্য ইস্কন প্রায় একশো বছর ধরে অপেক্ষা করছি‌ল বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অনেক দিন ধরেই জমিটা পড়েছিল। রাজ্য সরকার না দিলে সেটা হত না। এবং এইটা আমরা করে দিয়েছি।''

তিনি বলেন, ‘‘ইস্কন তীর্থক্ষেত্রে হেলিপ্যাড থেকে শুরু করে গেস্ট হাউস সবই থাকবে। কোটি কোটি তীর্থযাত্রীদের জন্য ঢেলে সাজানো হচ্ছে মায়াপুর ও নবদ্বীপকে। আজকেও আমাদের প্রতিনিধিকে সেখানে পাঠিয়েছি। আমি এখান থেকে কামনা করব যত তাড়াতাড়ি ওই তীর্থনগরীটি তৈরি হয়ে যায়।''

অনুষ্ঠানে উপস্থিত সুব্রত বক্সী, নুসরত, সোহম সহ সমস্ত সাধারণ মানুষকেও তিনি ধন্যবাদ জানান।

সকলের উদ্দেশে তিনি বলেন, ‘‘ভালো করে রথ টানুন। জগন্নাথের খাজাও খান। পাঁপড়ভাজাও ভালো করে খান। তেলেভাজা-মুড়ি, জিলিপিও খান।''

‘‘জগতের নাথ সকলকে ভাল রাখুন।'' এই কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্ম মানে সর্বজনীন। পৃথিবীর সব মানুষকে যে ভালবেসে গ্রহণ করে সেটাই আসল ধর্ম। সেটাই মানব ধর্ম। সেই ধর্মের জয় হোক। শুভ বুদ্ধির জয় হোক। মানবতার জয় হোক। সভ্যতার জয় হোক। ঐক্যের জয় হোক। একতার জয় হোক। সম্প্রীতির জয় হোক। ভাল থাকবেন। জয় জগন্নাথ।''

মুখ্যমন্ত্রীর পরে নবনির্বাচিত সাংসদ অভিনয় থেকে রাজনীতিতে আসা নুসরতও সকলকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, রথযাত্রার উদ্বোধনে বিশেষ অতিথি হওয়ার জন্য নুসরতকে আহ্বান জানিয়েছিল ইস্কন। অতিথি হওয়ার প্রস্তাব নুসরত গ্রহণ করলে তাঁকে ধন্যবাদ জানিয়ে ইস্কনের এক কর্মী জানিয়েছিলেন, নুসরত ‘‘সত্যিই পথ দেখাচ্ছেন।''

.