This Article is From Feb 19, 2019

হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো হয়ে উঠুক প্রেসিডেন্সি ও যাদবপুর, বললেন মমতা

হার্ভার্ড অথবা অক্সফোর্ডের মতো হতে হবে প্রেসিডেন্সি বা যাদবপুরের মতো এই রাজ্যের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলিকে। বললেন মমতা।

হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো হয়ে উঠুক প্রেসিডেন্সি ও যাদবপুর, বললেন মমতা
কলকাতা:

হার্ভার্ড অথবা অক্সফোর্ডের মতো হতে হবে প্রেসিডেন্সি বা যাদবপুরের মতো এই রাজ্যের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলিকে। আরও বেশি করে পড়ানো হোক আধুনিক এবং অত্যাধুনিক বিষয়গুলি। যাতে এই রাজ্যের পড়ুয়াদের আর বাইরে যেতে না হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করতে এসে এমন কথাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রপ বায়োটেকনলজি, ইনফরমেটিক্স-ইনফরমেশন সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক, পাবলিক পলিসি এবং অ্যাস্ট্রোফিজিক্সের মতো নতুন বিষয় পড়ানো শুরু করার জন্য তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসাও করেন। তিনি আরও বলেন যে, এই পাঁচটি নতুন বিষয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে মিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে পড়ানো হবে।

সুপ্রিম কোর্টে সিবিআই-এর অভিযোগকে নস্যাৎ করল রাজ্য সরকার

“আমরা সমস্ত ধরনের সাহায্য করতে তৈরি। যদি প্রয়োজন পড়ে, তাহলে আরও নতুন পাঁচটি বিষয় পড়ানো শুরু করা হবে”, রাজারহাটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করতে এসে বললেন মমতা।

“আমি দেখতে চাই, গোটা বিশ্ব থেকে পড়ুয়ারা বাংলার প্রেসিডেন্সি ও যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করতে আসছে। আমি মন থেকে সেই দিনটার জন্য অপেক্ষা করি, যেদিন হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে একাসনে বসবে আমাদের প্রেসিডেন্সি ও যাদবপুর”, বলেন তিনি।

পুলওয়ামায় হামলার সময় নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁর কথায়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে নতুন ক্যাম্পাস বানাওর জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। যার শিলান্যাস হয়েছিল দু'বছর আগে। তাঁর কথায়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও নতুন ক্যাম্পাস বানানোর জন্য এই এলাকায় জমি দিয়েছে আমাদের সরকার। সেন্ট জেভিয়ার্স তো ইতিমধ্যোই বানিয়ে ফেলেছে। এই অঞ্চলে একটি শিক্ষা হাব করারও ইচ্ছা আছে আমাদের।   

.