This Article is From Jul 26, 2019

টুইটারে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতার

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্ণ হল

টুইটারে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতার

এবছর কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্ণ হল

হাইলাইটস

  • এবছর কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্ণ হল
  • দেশজুড়ে স্মরণ করা হচ্ছে সেই যুদ্ধকে
  • জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও
কলকাতা:

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে (Kargil War) শহিদ জওয়ানদের প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে দেশজুড়ে স্মরণ করা হচ্ছে সেই যুদ্ধকে। মমতা তাঁর টুইটে লেখেন, ‘‘কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। দেশের জন্য যাঁরা প্রাণত্যাগ করেছিলেন তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই। ভারতীয় সেনাবাহিনীর শক্তি দিনে দিনে বাড়ুক। জয় হিন্দ।''

প্রতি বছরই ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধজয়ের সেই ‘অপারেশন বিজয়'কে স্মরণ করেন সবাই। এবার কুড়ি বছর পূর্তি হল সেই যুদ্ধের।

"অবিস্মরণীয়": কার্গিল দিবসে সেনাদের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন।

তিনি লেখেন, “কার্গিল বিজয় দিবসে ভারত মাতার সমস্ত বীর নায়কদের স্যালুট জানাই আমি। এই দিনটিকে আমরা দেশের সেনার সাহস, সাহসিকতা ও উৎসর্গের দিন হিসাবেই মনে রাখব। এই বিশেষ দিনে, আমার অন্তরের শ্রদ্ধা রইল সেই সব যোদ্ধাদের প্রতি যাঁরা নিজের জন্মভূমির রক্ষায় বলিদান দিয়েছেন। জয় হিন্দ!''

কার্গিল যুদ্ধ চলাকালীন ভারতীয় সেনার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা বলার ছবিও শেয়ার করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও জানান যে ১৯৯৯ সালে, তিনি বিজেপির হয়ে জম্মু ও কাশ্মীর এবং হিমাচলপ্রদেশে কাজ করতেন। “কার্গিলে যাওয়া এবং ভারতীয় সেনাদের সঙ্গে কথা বলার ঘটনা অবিস্মরণীয়”, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সেনার পক্ষ থেকে কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্তি উপলক্ষে (Kargil Vijay Diwas) শহিদদের স্মরণে পালন করা হচ্ছে। 

১৯৯৯ সালে ভারতীয় সেনাবাহিনী আপাতদৃষ্টিতে বিরাট প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়।  পাক সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের পাশাপাশি প্রতিকূল ভূখণ্ড, আবহাওয়ার সঙ্গে যুঝে এবং শ্রীনগর-লেহ জাতীয় সড়কটিকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কাছ থেকে সফলভাবে পুনরুদ্ধার করেছিল এ দেশের সেনা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.