This Article is From Oct 17, 2019

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

ইন্দো-আমেরিকান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যৌথভাবে নোবেল পুরস্কার পান এস্থার ডাফলো এবং মাইকেল ক্রিমার

Advertisement
Kolkata Edited by (with inputs from PTI)

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর মাকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Banerjee) বাড়িতে গিয়ে তাঁর মাকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দক্ষিণ কলকাতায় নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সরকারি আধিকারিকরাও, নোবেলজয়ীর মাকে সম্মান জানান তাঁরাও। ইন্দো-আমেরিকান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যৌথভাবে নোবেল পুরস্কার পান এস্থার ডাফলো এবং মাইকেল ক্রিমার। “আন্তর্জাতিক দারিদ্র দুরীকরণে তাঁর পরীক্ষামূলক অবদান”-এর জন্য নোবেল পুরস্কার পান তিনি। মঙ্গলবারই রাজ্যের মন্ত্রী তথা  তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাতে একটি বিশাল অনুষ্ঠান করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সরকারি আধিকারিকরাও

২২ অক্টোবর রাতে কলকাতা পৌঁছাবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হৃদয়পূর্ণ অভিনন্দন, সাউথ পয়েন্ট স্কুল এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আরও এক বাঙালি দেশকে গর্বিত করেছেন। আমরা খুবই আনন্দিত”।

আজকের গুরুত্বপুর্ণ খবরগুলি দেখতে ক্লিক করুন: 

Advertisement

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সাউথ পয়েন্ট স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী, সেখান থেকেই ১৯৮১-এ অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৮ তে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ফোর্ড ফাউন্ডেশন অধ্যাপক পদে বর্তমানে কর্মরত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement