"আমি বিদেশে আসি রাজ্যের জন্য বিনিয়োগ আনার লক্ষ্যেই", বলেন মমতা।
মিলান: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করেন বিভিন্ন গণপিটুনির ঘটনা সহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। রাজস্থান এবং মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা নিয়েও প্রশ্ন করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক বিদেশ সফরে যাওয়াকেও একহাত নেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের কোনও লাভ হয়নি। “আমি ওঁদের জিজ্ঞাসা করছি, কেন রাজস্থান আর মহারাষ্ট্রের কৃষকরা আত্মহত্যা করেছে”, বলেন মমতা। প্রসঙ্গত, এই দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপির সরকার। তিনি ইতালির সংবাদমাধ্যমকে বলেন, আমি এই দেশে এসেছি রাজ্যের জন্য বিনিয়োগ টানার কারণেই।
“বিজেপির তো উত্তরপ্রদেশেও সরকার রয়েছে। এনকাউন্টারের নাম করে কেন এত এত মানুষকে মেরে ফেলা হচ্ছে সেখানে? কেন গণপিটুনির শিকার হচ্ছে সাধারণ মানুষ”? প্রশ্ন করেন স্পষ্টতই উত্তেজিত মমতা।
মমতা আরও বলেন, সাধারণ মানুষ এই ঘটনাগুলি নিয়ে তেমনভাবে জানতে পারছে না জাতীয় মিডিয়ার নীরবতার কারণে।
বাংলার জন্য বিনিয়োগ নিয়ে আসার কারণে তাঁর বিদেশ সফরের ব্যাপারে প্রশ্ন করা হলে মমতা বলেন, আমি ঘনঘন বিদেশে যাই না। বছরে একবার যাই। সেটাইও যাই আমার বাংলার কারণে। রাজ্যের জন্য পুঁজি নিয়ে আসার লক্ষ্যে। অন্যদিকে, বছরের তিনশো পঁয়ষট্টি দিনই নরেন্দ্র মোদী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাতে আমাদের দেশের কোনও লাভ হয়নি।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)