কলকাতা: মঙ্গলবার বিশিষ্ট লেখিকা ও সমাজ কর্মী মহাশ্বেতা দেবীর তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বারেবারেই নিজেকে মহাশ্বেতা দেবীর স্নেহধন্যা হিসেবেই তুলে ধরেছেন। প্রিয় লেখিকা তথা বৌদ্ধিক অভিভাবক মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে টুইট করে সম্মান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মহাশ্বেতা দিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি। তিনি আমার জন্য একজন পথপ্রদর্শকের মতো ছিলেন। তাঁর কাজকর্মের মাধ্যমে তিনি সমাজের প্রান্তিক শ্রেণির কথাকে তুলে ধরেছিলেন। আমরা তাঁকে স্মরণ করি।"
মহাশ্বেতা দেবীর লেখাই কেবল নয় পশ্চিমবঙ্গ তথা দেশের আদিবাসী জনজাতির লড়াইয়ে তাঁর সামাজিক ভূমিকাও উজ্জ্বল। সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ এবং রামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত লেখিকা মহাশ্বেতা দেবী ১৯৮৬ সালে পদ্মশ্রী এবং ২০০৬ সালে পদ্মবিভূষণে ভূষিত হন।
২০১৬ সালে আজকের দিনেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।