গোটা ব্যাপারটাই তাঁর কাছে খুবই দুর্ভাগ্যজনক।
হাইলাইটস
- বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- টুইটে তিনি লিখলেন সিবিআই এখন বিবিআই
- সিবিআইয়ের অধিকর্তা এবং বিশেষ অধিকর্তাকে ছুটিতে পাঠিয়েছে কেন্দ্র
কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের মধ্যে চলতে থাকা ‘গৃহযুদ্ধ' প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখলেন সিবিআই এখন বিবিআই (বিজেপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন )। গোটা ব্যাপারটাই তাঁর কাছে খুবই দুর্ভাগ্যজনক।
এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝে অধিকর্তা বদল করা হয়েছে। সিবিআইয়ের অধিকর্তা অলোক বর্মা এবং বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হল। অলোক বর্মার জায়গায় অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও। 1986 সালের এই আইপিএস আফিসার এতদিন ছিলেন যুগ্ম অধিকর্তা পদে। সরকারি নির্দেশিকা জারি করে বলা হয়েছে নাগেশ্বর রাও সিবিআই অধিকর্তার দায়িত্ব সামলাবেন।