This Article is From Feb 03, 2019

নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে অনুপস্থিত পুলিশ কমিশনার, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার। তা নিয়ে দুঃখপ্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে অনুপস্থিত পুলিশ কমিশনার, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের বৈঠকে রাজীব কুমারের অনুপস্থিতির জন্য আমি দুঃখিত, বললেন মমতা।

কলকাতা:

নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার। তা নিয়ে দুঃখপ্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সংক্রান্ত সংশ্লিষ্ট বৈঠকটিতে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ উপস্থিত ছিলেন অনেক গুরুত্বপূর্ণ কর্তারাই। কেবাল আসেননি শহরের নগরপাল। তাঁর জায়গায় এসেছিলেন তাঁর ডেপুটি। সেই কারণেই সেদিনই অসন্তোষ প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিন বছরেরও বেশি সময় ধরে রাজীব কুমার শহরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করছেন। এখন তিনি ছুটিতে আছেন। নির্বাচন কমিশন যদি এই কথা বলে, তাহলে আমি নিজে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি”।

সুত্র জানিয়েছে, শুক্রবারের যে বৈঠকে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন, সেখানে রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরানোর ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

১৯৮৯-এর ব্যাচের আইপিএস অফিসার ২০১৬ সালে সুরজিৎ কর পুরকায়স্থ'র জায়গায় কলকাতার পুলিশ কমিশনার হন।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, কেন কলকাতা পুলিশের কমিশনার আমাদের ডাকা বৈঠকে এলেন না, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই। উনি আগে থেকে কিছু জানাননি আমাদের। আমরা এই অনুপস্থিতির ব্যাখা চেয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

কেন তিনি উপস্থিত থাকতে পারেননি, তা কি নির্বাচন কমিশন জানে? এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, একজন আমাকে বললেন, সেদিন নাকি তাঁর জন্মদিন ছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.