This Article is From Jan 27, 2020

কৈলাস বিজয়বর্গীয়র ‘পোহা’ মন্তব্যের পরে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বিজেপির বিরুদ্ধে ‘দু’রকম কথা বলা’ ও ‘ভণ্ডামি’-র অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ কেউ চায়, একটা রংই থাকুক। কিন্তু আমাদের দেশ নানা রঙের সমাহারেই সুন্দর।’’

কৈলাস বিজয়বর্গীয়র ‘পোহা’ মন্তব্যের পরে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বর্ষীয়ান বিজেপি নেতার মন্তব্যের সূত্র ধরে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

হাইলাইটস

  • গেরুয়া শিবিরকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
  • কৈলাস বিজয়বর্গীয়র এক মন্তব্যকে কেন্দ্র করে গর্জে উঠলেন মমতা
  • প্রথম থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে তিনি

কয়েক দিন আগেই বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) একটি অদ্ভুত মন্তব্য করে খাদ্যাভ্যাস ও জাতীয়তার এক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জলঘোলা হয়েছি‌ল। সোমবার সেই মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি প্রশ্ন তুললেন, কী করে কারও খাদ্যাভ্যাস ও বেশভূষা নিয়ে কথা বলতে পারেন গেরুয়া শিবিরের নেতারা। তৃণমূল ছাত্র পরিষদের এক ওয়ার্কশপে উপস্থিত হয়েছিলেন ‌মমতা। সেখানেই তিনি বলেন, ‘‘কে ওদের এমন মন্তব্য করার অধিকার দিল? আপনারা কি কারও জাতীয়তা নিরুপণ করতে পারেন তাঁর পোহা খাওয়া দেখে? আপনারা কি কারও পোশাক দেখে বুঝে যেতে পারেন তাঁর জাতীয়তা কী?''

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ইনদওরে এক জনসভায় কৈলাস জানিয়েছিলেন, তাঁর বাড়িতে নির্মাণের কাজ করতে এসেছিলেন কয়েকজন কর্মী। সেই সময় তিনি দেখতে পান ছ'-সাত জন শ্রমিক পোহা খাচ্ছিলেন। বর্ষীয়ান নেতা আরও জানান, তাঁদের ‘বিচিত্র' খাদ্যাভ্যাস দেখে তাঁর সন্দেহ হয়েছিল ওই শ্রমিকরা বাংলাদেশি।

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস Anti-CAA প্রস্তাব, দেশের মধ্যে চতুর্থ রাজ্য বাংলা

কৈলাসের মন্তব্য শুনে অনেকেরই মনে পড়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা। গত বছরের শেষের দিকে ঝাড়খণ্ডে এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেছিলেন, কারা এমন করছে তা পোশাক দেখেই চেনা যাচ্ছে।

কেন্দ্রীয় সরকারের সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদে মুখর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এনপিআর করতে দেননি তিনি। জানিয়ে দিয়েছেন, কেন সকলের কাছ থেকে তাঁদের বাবা-মা'র জন্মের শংসাপত্র ও ঠিকানা চাওয়া হচ্ছে।

বিজেপির বিরুদ্ধে ‘দু'রকম কথা বলা' ও ‘ভণ্ডামি'-র অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ কেউ চায়, একটা রংই থাকুক। কিন্তু আমাদের দেশ নানা রঙের সমাহারেই সুন্দর।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.