This Article is From Jan 28, 2019

২ টাকা কেজি দরের চালের সুবিধা পান রাজ্যের সাড়ে আট কোটির বেশি মানুষ, বললেন মমতা

২০১৬ সালের ২৭ জানুয়ারি এই রাজ্যে সূচনা হয় ‘খাদ্যসাথী’ নামের প্রকল্পটির। এই প্রকল্প অনুযায়ী, রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ ২ টাকা কেজি দরে চাল পান।  

২ টাকা কেজি দরের চালের সুবিধা পান রাজ্যের সাড়ে আট কোটির বেশি মানুষ, বললেন মমতা

আমরা ২ টাকা কেজি দরে বাংলার সাড়ে আট কোটির বেশি মানুষকে চাল দিই, ববলেন মমতা (ছবি প্রতীকী)

কলকাতা:

পশ্চিমবঙ্গের অন্তত ৯০ শতাংশ মানুষ ২ টাকা কেজি দরে চাল পান। ‘খাদ্যসাথী দিবস' উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, জঙ্গলমহল, পাহাড় এবং আয়লা-অধ্যুষিত অঞ্চলগুলির সঙ্গে সিঙ্গুরের কৃষক, চা বাগানের কর্মী এবং টোটো উপজাতির মানুষদের জন্য রাজ্য সরকার বিশেষ সহায়তার ব্যবস্থা করেছে।

নিজেদের দুর্নীতিগুলো নিয়ে ভয় আছে বলেই ওরা একসঙ্গে, বিরোধীদের তোপ মোদীর

“আজ ‘খাদ্যসাথী দিবস'। আমরা ২ টাকা কেজি দরে বাংলার সাড়ে আট কোটির বেশি মানুষকে চাল দিই। জঙ্গলমহল, পাহাড় এবং আয়লা-অধ্যুষিত অঞ্চলগুলির সঙ্গে সিঙ্গুরের কৃষক, চা বাগানের কর্মী এবং টোটো উপজাতির মানুষদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে বিশেষভাবে”, রবিবার টুইট করে এই কথা লেখেন মুখ্যমন্ত্রী।

স্কুলে স্কুলে প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা' দেখানোর নির্দেশ

২০১৬ সালের ২৭ জানুয়ারি এই রাজ্যে সূচনা হয় ‘খাদ্যসাথী' নামের প্রকল্পটির। এই প্রকল্প অনুযায়ী, রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ ২ টাকা কেজি দরে চাল পান।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.