This Article is From Jan 11, 2019

বনধে স্কুলবাসে পাথর ছোড়ার অভিযোগ, বামফ্রন্টকে একহাত নিলেন মমতা

ওই ঘটনায় দুজন শিশু আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গত বুধবার কলকাতায় ঘটনাটি ঘটে বনধ চলাকালীন

বনধে স্কুলবাসে পাথর ছোড়ার অভিযোগ, বামফ্রন্টকে একহাত নিলেন মমতা

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস উপলক্ষে এসে একটি প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে এই কথা বলেন মমতা

কৃষ্ণনগর:

কেন্দ্রের নীতির বিরোধিতা করে শ্রমিক সংগঠনগুলির ডাকা ৪৮ ঘন্টার বনধের সময়েই অভিযোগ উঠেছিল যে, স্কুলবাসে আক্রমণ করেছে বনধ সমর্থকেরা। সেই ঘটনার তীব্র নিন্দা করে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন বামফ্রন্টকে। ওই ঘটনাকে 'নিন্দনীয়' বলে মমতা জানান, "বনধের নাম করে সিপিএম স্কুলবাসে বোমা ছুড়েছে। এটা নিন্দনীয়। ক্ষমার অযোগ্য ঘটনা। ৩৪ বছর ধরে এমন অনেক ঘটনা ঘটিয়েই বাংলাকে শেষ করে দিয়েছিল ওরা"।

শেষমেশ পদ খোয়ালেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল

নদীয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস উপলক্ষে এসে একটি প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে এই কথা বলেন মমতা।

ফিরে আসার দু'দিনের মধ্যেই ফের সিবিআই অধিকর্তার পদ থেকে সরে গেলেন অলোক বর্মা

ওই ঘটনায় দুজন শিশু আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গত বুধবার কলকাতায় ঘটনাটি ঘটে বনধ চলাকালীন। এছাড়া, এমন একটি ঘটনার অভিযোগ হাওড়া থেকেও এসেছিল। যেখানে বনধ সমর্থকদের ছোড়া পাথরের আঘাতে জখম হন স্কুলবাসের চালক।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.