This Article is From Jan 17, 2019

ব্রিগেডের সমাবেশে বাজবে বিজেপির মৃত্যুঘন্টা, বললেন মমতা

গত বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে সমাবেশের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবশেষে সামনে চলে এল তার দিন। ব্রিগেড সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

ব্রিগেডের সমাবেশে বাজবে বিজেপির মৃত্যুঘন্টা, বললেন মমতা

মমতা বললেন, এই ব্রিগেড থেকেই ১৯ জানুয়ারি বিজেপি শুনবে মৃত্যুর ঘন্টাধ্বনি।

কলকাতা:

গত বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে সমাবেশের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবশেষে সামনে চলে এল তার দিন। ব্রিগেড সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বললেন, এই ব্রিগেড থেকেই ১৯ জানুয়ারি বিজেপি শুনবে মৃত্যুর ঘন্টাধ্বনি। শুধু তাই নয়, তিনি এই কথাও সাফ জানান যে, আগামী লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিই হয়ে উঠবে বড় ফ্যাক্টর। তাঁর কথায়, বিজেপির আসনসংখ্যা কিছুতেই ১২৫'এর বেশি হবে না। যদি পায়, সেটাও অনেক বেশি। আঞ্চলিক দলগুলি বিজেপির থেকে অনেক বেশি আসনে জয়ী হবে। 

ব্রিটানিয়া সহ আরও আটটি সংস্থাকে ৭৫ একর জমি দেবে রাজ্য সরকার

তিনি বলেন, "আঞ্চলিক দলগুলিই এবারের সরকার গড়ায় বড় ভূমিকা নেবে। নির্বাচনের পরেই তা বোঝা যাবে"। প্রসঙ্গত, ব্রিগেডের এই  বিরাট সমাবেশে দেশের বহু উল্লেখযোগ্য বিরোধী নেতার উপস্থিত হওয়ার প্রত্যাশা করছে তৃণমূল নেতৃবৃন্দ।

.