This Article is From Oct 17, 2019

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনের পর্ব মিটে যাওয়ার পর, এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ২১ অক্টোবর বৈঠকের জন্য রওনা দেবেন তিনি।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

২১ অক্টোবর রিভিউ বৈঠকের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী

কলকাতা:

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠক করবেন তিনি, এমনটাই জানা গিয়েছে রাজ্য সচিবালয় সূত্রে। লোকসভা নির্বাচনের পর্ব মিটে যাওয়ার পর, এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। ২১ অক্টোবর রিভিউ বৈঠকের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানিয়েছেন রাজ্য সচিবালয়ের এক আধিকারিক। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ২৪ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের আধিকারিকদের সঙ্গে। তার আগে তিনি ২১ ও ২২ অক্টোবর বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন।''

২৪ অক্টোবরের বৈঠকের পর মুখ্যমন্ত্রী পাহাড়েও যেতে পারেন বলে জানা গিয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, ‘‘বৈঠকের পর যদি কলকাতায় জরুরি কোনও দরকার না পড়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রী পাহাড়ে বেড়াতে যেতে পারেন। কিন্তু যদি কোনও দরকার পড়ে যায়, তাহলে ২৫ অক্টোবর তিনি কলকাতায় ফিরবেন। তাঁর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।''

মুখ্যমন্ত্রীর দফতরের আরও এক আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরসূচি সব সময় এমনভাবে রাখা হয় যাতে শেষ মুহূর্তের প্রয়োজনে তা বদলানো যায়।

দুর্গাপুজোর ছুটি পড়ার আগে উত্তর ২৪ পরগনা, বর্ধমা‌ন ও পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.