This Article is From Mar 26, 2019

আদবানিকে প্রার্থী না করে অপমান করল বিজেপি, জানালেন 'দুঃখিত' মমতা

" আমাদের সব জাতি সব ধর্ম সব বর্ণের যুব, মহিলা এবং অন্যান্য ব্যক্তিদেরও যেমন সুযোগ দিতে হবে, তেমনই বর্ষীয়ান যে যে নেতা রয়েছেন, তাঁদেরও অগ্রাহ্য করা চলবে না। সেটা ভালো নয়”।

আদবানিকে প্রার্থী না করে অপমান করল বিজেপি, জানালেন 'দুঃখিত' মমতা
কলকাতা:

গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে ছ'বারের বিজয়ী প্রার্থী বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি (Lalkrishna Advani)। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha election 2019) তাঁকে আর গান্ধীনগর আসন থেকে দাঁড় করাবে না ভারতীয় জনতা পার্টি। তাঁর জায়গায় লড়বেন বিজেপির প্রধান সভাপতি অমিত শাহ। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে ‘দুঃখপ্রকাশ' করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বিজেপির জন্মলগ্ন থেকেই এই দলের সঙ্গে থাকা লালকৃষ্ণ আদবানি পদ্মশিবিরের অন্যতম অনিবার্য স্তম্ভ। তাঁকে প্রার্থী না করা মানে তাঁর এত দীর্ঘদিনের অভিজ্ঞতাকেই অপমান করা। তিনি মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বাজপেয়িজি আর আদবানিজি হলেন বিজেপির দুই স্তম্ভ। আর আজ তাঁর নিজের দলই তাঁকে প্রার্থী করছে না। এটা তো তাঁর মতো একজন নেতার ক্ষেত্রে অত্যন্ত অপমানজনক একটি বিষয়”।

মমতা আরও বলেন, “আমার আদবানিজির জন্য খারাপ লাগছে না। সম্ভবত এটাই তাঁর শেষ সুযোগ ছিল। আদবানিজি তো আসলে ওদের মেন্টর। কিন্তু, যখন প্রয়োজন নেই তেমন, তখনই এত বড়মাপের এক বর্ষীয়ান নেতাকে ওরা বেমালুম ভুলে গেল। তবে, ওল্ড ইজ গোল্ড। এটা আমি সবসময় মনে করি”।

পাকিস্তানে আটকে রেখে হিন্দু তরুণীদের ধর্মান্তর? রিপোর্ট চাইল আদালত

তিনি তাঁর এই ব্যক্তিগত অনুভূতির কথা লালকৃষ্ণ আদবানি জানানোর ব্যাপারেও ইচ্ছাপ্রকাশ করেন মমতা।

শুধু আদবানিই নয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের বিধবা স্ত্রী'র দক্ষিণ বেঙ্গালুরু লোকসভা কেন্দ্র থেকে বিজেপির না দাঁড় করানোর সিদ্ধান্তকেও তীরস্কার করেন তৃণমূল নেত্রী।

তিনি বলেন, আমি এনডিএ-তে থাকাকালীন বাজপেয়িজি ও আদবানিজি'র নেতৃত্বে কাজ করেছি। আমি অনন্ত কুমার জি'র সঙ্গেও কাজ করেছি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন। আমাদের সব জাতি সব ধর্ম সব বর্ণের যুব, মহিলা এবং অন্যান্য ব্যক্তিদেরও যেমন সুযোগ দিতে হবে, তেমনই বর্ষীয়ান যে যে নেতা রয়েছেন, তাঁদেরও অগ্রাহ্য করা চলবে না। সেটা ভালো নয়”।

তিনি মনে করিয়ে দেন, ফারুক আবদুল্লা এবং এইচ ডি দেবগৌড়ার মতো বর্ষীয়ান নেতারাও এই বছরের লোকসভা নির্বাচনে লড়াই করছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.