This Article is From Apr 29, 2020

অভিনেতা ইরফান খানের মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

ইরফান খানের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

অভিনেতা ইরফান খানের মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

অভিনেতার অকালপ্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

হাইলাইটস

  • প্রয়াত অভিনেতা ইরফান খান
  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রীও
  • এদিন টুইট করে অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেন তিনি

চলে গেলেন বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। কোলনে সংক্রমণের কারণে মঙ্গলবার রাতেই মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এর আগে 'পিকু' ছবির অন্যতম এই অভিনেতা মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করেন। কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা শেষে মুম্বইয়ে ফিরে আসেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বহু বিশিষ্ট ব্যক্তিই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বুধবার টুইট করে ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, ‘‘বিদগ্ধ জনদের প্রশংসাপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকার্ত। তিনি রেখে গেলেন বিপুল কাজের পরিমাণ, যা আগামী প্রজন্মের কাছে উত্তরাধিকার হিসেবে থেকে যাবে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে কলকাতায় এসে আমাকে তাঁক ফোন করার কথা। তাঁর পরিবার, সহকর্মী, অনুরাগী এবং প্রশংসকদের প্রতি আমার সমবেদনা।''

জীবনযুদ্ধ শেষ, ৫৩ বছর বয়সেই চলে গেলেন ইরফান খান

গত ২০১৮ সালে ইরফানের নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে। এরপর তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় বছরখানেক ধরে চিকিৎসা চলে তাঁর। তারপর দেশে ফিরে আসেন তিনি। মৃত্যুর হাতছানি উপেক্ষা করে ইরফান অভিনয় শুরু করেন। চেয়েছিলেন অভিনয়ে ডুবে থাকতে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হার মানতেই হল মৃত্যুর কাছে। ৫৩ বছর বয়সে পর্দা নেমে এল অভিনেতার জীবনে।

৩০ বছরের কেরিয়ারে ৫০-এর বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ইরফান। শেষবার ‘ইংলিশ মিডিয়াম' ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

.