हिंदी में पढ़ें
This Article is From Apr 04, 2020

কিং খানের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়; 'দিদি'কে বাংলায় টুইট করলেন শাহরুখ খান!

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের উত্তরে বাংলা ভাষায় শাহরুখ খান লিখেছেন, “দিদি, আপনার নিঃস্বার্থ, মানবিক প্রয়াসে ভাই হয়ে পাশে দাঁড়ানো আমার কর্তব্য।” এই টুইটে শাহরুখ খান রবীন্দ্রনাথের কয়েকটি পংক্তিও লিখেছেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বাংলা ভাষায় টুইট করেছেন শাহরুখ খান

Highlights

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের উত্তর বাংলায় দিয়েছেন শাহরুখ খান
  • মুখ্যমন্ত্রী শাহরুখ খানের প্রশংসায় লিখেছেন, “ধন্যবাদ শাহরুখ খান..."
  • এই টুইটে শাহরুখ খান রবীন্দ্রনাথের কয়েকটি পংক্তিও লিখেছেন।
নয়াদিল্লি:

পশ্চিমবঙ্গের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক যে কোথায় তা প্রমাণ করে দিয়েছে কিং খানকে (Shah Rukh Khan) রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে তোলার সিদ্ধান্তই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ট যোগযোগ শাহরুখ খানের। Covid-19 মহামারীর সঙ্গে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং রাজ্য সরকারের তহবিলে অনুদানের ঘোষণা করেছেন শাহরুখ খান। তবে শুধু অনুদানই নয়, নজিরবিহীনভাবে ব্যাপক পরিমাণে নানাবিধ সহায়তার কথাও ঘোষণা করেছেন তিনি। শাহরুখ খানের এই সাহায্যের প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) টুইট করে কিং খানের প্রশংসা করেছেন। ‘দিদি'কে জবাব দিয়েছেন শাহরুখও। আর তাও স্পষ্ট বাংলায়!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানের প্রশংসায় লিখেছেন, “ধন্যবাদ শাহরুখ খান, এই চ্যালেঞ্জের সময় আপনার এগিয়ে আসা সমস্যায় পড়া বহু মানুষের সাহায্যের কাজে আসবে। আপনাকে নিজেদের রোল মডেল ভাবা লাখো মানুষকে আপনার এই মানবিক দিকটি অনুপ্রাণিত করবেই।”

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের উত্তরে বাংলা ভাষায় শাহরুখ খান লিখেছেন, “দিদি, আপনার নিঃস্বার্থ, মানবিক প্রয়াসে ভাই হয়ে পাশে দাঁড়ানো আমার কর্তব্য।” এই টুইটে শাহরুখ খান রবীন্দ্রনাথের কয়েকটি পংক্তিও লিখেছেন। শাহরুখ খানের এই টুইট স্বাভাবিকভাবেই এখন ভাইরাল।

Advertisement

করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়ার জন্য শাহরুখ খান তার বিভিন্ন প্রকল্প ও সংস্থাগুলির সঙ্গে মিলে বড়সড় সাহায্যের অঙ্গীকার করেছেন। সরকারের তহবিলে অনুদানের পাশাপাশি মুম্বই ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০,০০০ পিপিআই কিট, মুম্বইয়ের ৫৫০০ পরিবারের জন্য খাবারের ব্যবস্থা, ১০,০০০ মানুষের জন্য ৩ লক্ষ খাবারের কিট, দিল্লিতে ২৫০০ দিনমজুরদের জন্য খাবার এবং ১০০ অ্যাসিড আক্রান্তদের অর্থনৈতিক সহায়তার জন্য ভাতার ব্যবস্থা করেছেন বাদশা। শাহরুখ খানের এই সাহায্য শুধু রাজনৈতিক মহলের নয়, আপামর অনুরাগীদেরও নতুন করে মন জয় করেছে।

Advertisement