হাইলাইটস
- ব্রিগেডের ময়দান ভরেনি দাবি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা
- বিরোধীদের সমাবেশ নিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও
- সিবিআই সক্রিয় বলেই ভয় পান মমতা দাবি বিজেপির
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ব্রিগেডের ময়দান ভরেনি। এমনই মনে করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।সভায় আসতে কাউকে জোর করলেই এমনটা হয় বলে তিনি মনে করেন। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, নোটবন্দিতে কালো টাকার ভান্ডারে টান পড়েছে বলে দু বছর বাদেও সমালোচনার সুর শোনা যাচ্ছে বিরোধী নেতাদের মুখে। মানুষের এখনও নরেন্দ্র মোদীর প্রতি পূর্ণ আস্থা আছে।
বিরোধীদের সমাবেশ নিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একাধিক অংশ তুলে ধরে আক্রমণ শানান তিনি। মমতার অভিযোগ সিবিআইকে দুর্বল করে দেওয়া হয়েছে। এই প্রশ্নের জবাব দেন দিলীপ। তিনি বলেন, আগে কিছুই হলেই উনি সিবিআই চাইতেন। এখন আর চান না। সিবিআই আছে এবং নিজের মতে কাজ করে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান।