This Article is From Feb 19, 2020

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কলকাতার দুই স্কুলে মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

কলকাতার বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কলকাতার দুই স্কুলে মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

মুখ্যমন্ত্রীকে দেখে আপ্লুত হয়ে পড়তে দেখা যায় ছাত্রীদের। (ফাইল চিত্র)

হাইলাইটস

  • মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে দুই স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী
  • বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে যান তিনি
  • নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার সারা রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। বুধবার পরীক্ষার দ্বিতীয় দিনে কলকাতার বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নিজের ফেসবুক পেজে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওয় দেখা যায় মুখ্যমন্ত্রীকে দেখে আপ্লুত হয়ে পড়ে ছাত্রীরা। অনেকেই মুখ্যমন্ত্রীকে প্রণাম করে। ভিডিওটি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন— ‘‘জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলাম। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। তাদের সাফল্যে গৌরবান্বিত হোক বাংলা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।''

তাপস পালকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, কেওড়াতলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজন

পোস্ট করার তিন ঘণ্টার মধ্যে ভিডিওটি লাইক করেছেন প্রায় ৯,০০০ জন। শেয়ার হয়েছে ১৮০০টি। কমেন্ট পড়েছে চারশোরও বেশি। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। একজন লেখেন, ‘‘দিদি আপনার আশীর্বাদে সকলের ভালো হবে, মঙ্গল হবে। শ্রদ্ধা প্রণাম গ্রহণ করবেন।'' আর একজন লেখেন, ‘‘আন্তরিক ধন্যবাদ জানাই দিদিভাই আপনাকে। এই ভাবে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই দিদিভাই আপনাকে।''

এর আগে ১৭ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর আগের দিন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০,১৫,৮৮৮ জন। তাদের মধ্যে ৫,৭৬,০০৯ জন মেয়ে। মঙ্গলবার বেলা বারোটায় শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের ২,৮৩৯টি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে।

.