This Article is From May 31, 2019

সদ্য মন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বললেন দেবশ্রী চৌধুরী?

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বললেন, তাঁর সরকার যেন কেন্দ্রীয় পরিকল্পনাগুলিকে রাজ্যের মানুষের কাছে পৌঁছতে দেয়

সদ্য মন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বললেন দেবশ্রী চৌধুরী?

বিজেপির ধাক্কায় এবার লোকসভায় আসনসংখ্যা কমেছে তৃণমূ‌লের

হাইলাইটস

  • দেবশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, কেন্দ্রীয় প্রকল্পে বাধা না দিতে।
  • তিনি বলেন, এমন করলে তৃণমূলকে জনতার মুখোমুখি হতে হবে।
  • তিনি কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।
নয়াদিল্লি:

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বললেন, তিনি তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন যদি তাঁর সরকার কেন্দ্রীয় পরিকল্পনাগুলিকে রাজ্যের মানুষের কাছে পৌঁছতে না দেয়। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে নির্বাচিত সাংসদ দেবশ্রী বললেন, ‘‘আমি রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কাজ করতে চাই। এবং আশা করব দেশের বাকি অংশের সঙ্গে এরাজ্যে সরকারি প্রকল্পগুলি বাস্তবায়ন করতে গেলে বাংলার সরকার কোনও বাধা দেবে না। যদি রাজ্য সরকার আমাদের কাজের গতিকে আটকাতে চায়, তাহলে রাজ্যের মানুষই সেই বাধাকে সরিয়ে দেবে।''

lt2m26r8

মোদীর নতুন মন্ত্রিসভায় বিজেপি নেত্রী কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বৃহস্পতিবার। সংবাদ সংস্থা আইএএনএস-কে তিনি বলেন, ‘‘নারীর ক্ষমতায়ন এই নতুন সরকারের ফ্ল্যাগশিপ প্রোজেক্ট। আগের এনডিএ সরকারও মেয়েদের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেছিল। আগামি পাঁচ বছরে আমাদের লক্ষ্য নারী উন্নয়নের ব্যাপারে আমাদের লক্ষ্য পূর্ণ করা।''

দেবশ্রী চৌধুরী মেনে নেন সামনের রাস্তায় চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, ‘‘কিন্তু আমি মেনে নিয়েছি। আমি চেষ্টা করছি যত বেশি সম্ভব কাজ করতে।''

মোদীর মন্ত্রিসভায় রাজ্যের দুই সাংসদ স্থান পেয়েছেন। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী। ভারী শিল্প ও জন উদ্যোগ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন গায়ক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বাবুল সুপ্রিয়।

দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৬,০০০ ভোটে হারিয়ে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। অন্যদিকে মুনমুন সেনকে হারিয়ে দেন বাবুল। তৃণমূল প্রার্থীকে ১.৯৭ লক্ষ ভোটে হারান তিনি।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন পায়। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ পর্যন্ত টিকবে না।

.