বইটির নাম- ইন্ডিয়া ইন ডিসট্রেস। (ছবি প্রতীকি)
নিউ দিল্লি: সদ্যসমাপ্ত কলকাতা বইমেলাতে এই বছর প্রকাশ পেয়েছিল তাঁর ৭'টি বই। এখনও পর্যন্ত তাঁর লেখা প্রকাশিত বই-এর সংখ্যা ৮৭'টি। সেই সংখ্যা ফের একটি বাড়বে এবার। আগামী ২৭ ফেব্রুয়ারি, বুধবার, তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নতুন বইটি প্রকাশ করবেন দিল্লিতে। বইটির নাম- ইন্ডিয়া ইন ডিসট্রেস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটগঠনের লক্ষ্যে বৈঠক করার জন্য রাজধানী যাবেন তৃণমূল নেত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করার লক্ষ্যে সংসদ ভবনেই দেখা করবেন বিরোধী নেতা ও নেত্রীরা। ওই আলোচনায় পুলওয়ামায় জঙ্গি হানা সংক্রান্ত কোন কোন ইস্যু নিয়ে সরব হবে বিরোধীরা, তাও স্থির করা হবে বলে জানা গিয়েছে। একটি ‘কমন মিনিমাম প্রোগ্রাম'-এরও আয়োজন করা হবে। গত ১৩ ফেব্রুয়ারি আম আদমি পার্টির ডাকা বিজেপি বিরোধী দলগুলির সভাতেই এই কমন মিনিমাম প্রগ্রামের ব্যাপারে আলোচনা করা হয়েছিল। ওই সভাতে উপস্থিত ছিল কংগ্রেসও।
ওই সভাতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনসিপি-র শরদ পাওয়ার, তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা।
২৭ ফেব্রুয়ারির বৈঠকে প্রায় সব বিরোধী দলের নেতা-নেত্রীরা উপস্থিত থাকলেও, বামপন্থীরা ওই বৈঠকে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)