This Article is From May 29, 2019

মোদীর শপথে থাকছেন না মমতা, অবস্থান বদলে বললেন দয়া করে মাফ করুন আমায়

নিজের কথা জানিয়ে টুইটারে মমতা লেখেন, দয়া করে আমায় মাফ করুন। আমার দলের নামে সম্পূর্ণ মিথ্যা কথা  বলা হচ্ছে।

মোদীর শপথে থাকছেন না মমতা, অবস্থান বদলে বললেন দয়া করে মাফ করুন আমায়

হাইলাইটস

  • শপথ গ্রহণ অনুষ্ঠানে গড়হাজির থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
  • মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানান তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন
  • কিন্তু একদিনের মধ্যে ১৮০ ডিগ্রি অবস্থান বদল করলেন মমতা
নিউ দিল্লি / কলকাতা:

শেষমেশ  প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে (Modi swearing IN) গড়হাজির থাকছেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee Ceremony ) । এর আগে  মঙ্গলবারই  মুখ্যমন্ত্রী জানান তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন।  কিন্তু একদিনের মধ্যে ১৮০ ডিগ্রি অবস্থান বদল করলেন  মমতা। টুইটারে  নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন বিজেপি যেভাবে  তাঁর দলের  বিরুদ্ধে  খুনের অভিযোগ আনছে তার জন্যই তিনি শপথ গ্রহণ (Swearing In Ceremony )  অনুষ্ঠানে  থাকবেন না । নিজের কথা জানিয়ে টুইটারে মমতা লেখেন, দয়া করে আমায় মাফ করুন। আমার দলের নামে সম্পূর্ণ মিথ্যা কথা  বলা হচ্ছে। 

মমতার টুইটের আগে বুধবার সকালে জানা যায় মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও কয়েকজন ‘বিশেষ অতিথি'। রাজ্যে তৃণমূলের হাতে ‘নিহত' ৫০ জন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে। তাঁদের  ‘বিশেষ অতিথি'র মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয় দিল্লিতে থাকা এবং অন্য সমস্ত কিছু দায়িত্বও নিয়েছে বিজেপি। কিন্তু মমতা জানালেন রাজ্যে একজনেরও রাজনৈতিক মৃত্যু হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মন্ত্রিসভার গঠন নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাঁচ ঘন্টার ম্যারাথন বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ওই ৫০ জন কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর পাঁচ ঘণ্টার বৈঠকে বিস্তারিত আলোচনা করেছেন দুজন। মন্ত্রিসভায় কারা কারা থাকতে চলেছেন তার পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানে কারা থাকবেন তা নিয়েও দীর্ঘ বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে। এরপরই রাজ্যে তৃণমূলের হাতে নিহত হয়েছেন বলে  অভিযোগ এমন ৫০  জনের পরিবারের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।  

বিজেপির এই পদক্ষেপের কথা জানার পর টুইটারে  মমতা লেখেন, নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  অভিনন্দন। আমি সাংবিধানিক আমন্ত্রণ গ্রহণ করে শপথ গ্রহণ  অনুষ্ঠানে থাকব ভেবেছিলাম। কিন্তু এক ঘণ্টায় সংবাদ মাধ্যমে দেখছি বিজেপি বলছে বাংলায় তাদের ৫৪ জন কর্মীকে খুন করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলায় কোনও রাজনৈতিক খুন হয়নি। এর আগে মমতা যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানান তখন অনেকেই চমকে গিয়েছিলেন। এরই মধ্যে বিজেপিতে যোগ দেন তৃণমূলের একাধিক বিধায়ক এবং কাউন্সিলর। এবার  মমতা জানালেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না।                                        

.