This Article is From Oct 06, 2018

Suruchi Sangha : সুরুচির সঙ্ঘের থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী

আবারও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুরুচি সঙ্ঘের থিম সং লিখেছেন তিনি। গতবারও এই দায়িত্ব পালন করেছিলেন মমতা।

Suruchi Sangha : সুরুচির সঙ্ঘের থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী

Mamata writes:এমনিতে পুজো এলে ব্যস্ততা বেড়ে যায় মুখ্যমন্ত্রীর।

কলকাতা:

আবারও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুরুচি সঙ্ঘের থিম সং লিখেছেন তিনি। গতবারও এই দায়িত্ব পালন করেছিলেন মমতা। তাঁর লেখা গান  গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এবার সেই কাজটি করবেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মমতা জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে থিম সং লেখার অনুরোধ করেন। সেই অনুরোধ গ্রহণ করেই কলম ধরেন মমতা। তিনি বলেন, এবারের গানটিতে আগমনীর বার্তা থাকছে। গত বছরের গানে ছিল ভারতের বহুবিধ  বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা। দর্শক মহলেও প্রশংসিতও হয়েছিল সেটি। নেতাজি ইন্ডোরের এই অনুষ্ঠানে গানটি গেয়ে শোনান ইন্দ্রনীল।

এমনিতে পুজো এলে ব্যস্ততা বেড়ে যায় মুখ্যমন্ত্রীর। শহরের এপ্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়ান পুজো উদ্বোধন করতে। আর গত বছর থেকে শুরু হয়েছে থিম সং লেখার কাজ। অন্য সময়ে পুজো উদ্যোক্তাদের থিম বাছার ব্যাপারে সাহায্যও করেন মমতা। তাছাড়া নিয়মিত গল্প বা কবিতাও লেখেন তিনি। অসমে এনআরসি-র চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ্যে আসার পরও কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন। আর এবার লিখলেন থিম সং। দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজো দেখ্যতে গেলেই শুনতে পাওয়া যাবে মমতার লেখা গান। তারে সৃষ্টি  সবার ভাল লাগবে বলেই মনে করেন মমতা। 

.