This Article is From Feb 20, 2020

কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া ৫০,০০০ কোটি, প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যের উন্নয়নের বাধার কারণ হয়ে উঠছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Highlights

  • কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যকে বঞ্চনার অভিযোগ করে চিঠি মুখ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে ওই চিঠি লেখেন তিনি
  • কেন্দ্রীয় তহবিল থেকে আসা অর্থ সাহায্যের পরিমাণ ক্রমশ কমছে বলে উদ্বেগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠিতে তিনি কেন্দ্রীয় তহবিল থেকে আসা অর্থ সাহায্যের পরিমাণ ক্রমশ কমছে বলে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সেই অর্থও পেতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর চিঠিতে মমতা লেখেন, ‘‘আমি আপনাকে লিখছি কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যকে সাহায্যের পরিমাণ হ্রাস এবং বরাদ্দ অর্থের প্রাপ্তিতেও অত্যধিক দেরির বিষয়ে উদ্বিগ্ন হয়ে।''

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রের থেকে জানুয়ারি পর্যন্ত হিসেবে ৫০,০০০ কোটি টাকা বকেয়া রাজ্যের। এই অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যের উন্নয়নের বাধার কারণ হয়ে উঠছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী এও লেখেন, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপির হার ৫ শতাংশ হলেও রাজ্যের জিএসডিপি ১০.৪ শতাংশ।

Advertisement

মুখ্যমন্ত্রী চিঠিতে আরও জানান, ‘‘নিঃসন্দেহে আপনারা নিশ্চয়ই মানবেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে সাংবিধানিক বাধ্যবাধকতা ও মানুষের কাছে দায়বদ্ধতা মেনেই চলতে হয়। তবেই দুই সরকারই ঠিকমতো চলতে পারে। যাই হোক, পশ্চিমবঙ্গ বিরাট বকেয়া থেকে বঞ্চিত হয়ে রয়েছে।''

তিনি চিঠির শেষে লেখেন, ‘‘আমি তাই আর্জি জানাই আপনারা যদি উল্লিখিত বিষয়ে দয়া করে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করেন তাহলে রাজ্য সরকারের পক্ষে আরও বেশি করে রাজ্যের মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়।''

Advertisement

মমতার চিঠির প্রতিক্রিয়ায় বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা বিস্ময় প্রকাশ করে বলেন, কেন মুখ্যমন্ত্রীর এত সময় লাগল এই চিঠি লিখতে। তিনি বলেন, ‘‘এতদিন রাজ্য সরকার কী করছিল? পুরসভা নির্বাচনের আগে আচমকাই রাজ্যের মানুষকে বোকা বানাতে এই রাজনৈতিক চাল।''

সামনেই ১০৭টি পুরসভার নির্বাচন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনের দিকে তাকিয়ে শাসক তৃণমূ‌ল ও বিরোধী সব দলই।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement